সত্যি হল গুজব! LIC বিক্রিতে আগ্রহী কেন্দ্র, বাজেট প্রস্তাব নির্মলার

সত্যি হল গুজব! LIC বিক্রিতে আগ্রহী কেন্দ্র, বাজেট প্রস্তাব নির্মলার

নয়াদিল্লি: জীবন বিমা নিগমের অংশীদারিত্বের একাংশ বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছে মোদি সরকার। বাজেট পেশ করার সময় এমন কথাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এলআইসির সরকারের সত্ত্বের একাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। 

জীবনবিমায় থাকা ভারত সরকারের শেয়ার বিক্রি করা হবে আইপিওর মাধ্যমে। এবারের বাজেটে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এমন প্রস্তাবের কথা শোনালেন।পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন, আইডিবিআই ব্যাংকে থাকা সরকারি শেয়ার বিক্রি করে দেওয়া হবে। আগামী অর্থবর্ষে সরকার বিলগ্নীকরণের মাধ্যমে ২.১ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা। যেখানে বিশ্লেষকরা যা ধরেছিল এক লক্ষ কোটি টাকার তার থেকে অনেক বেশি। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় সরকার বিলগ্নীকরণ করেছে ১৮০৯৪.৫৯ কোটি টাকা।

জীবনবিমায় থাকা ভারত সরকারের শেয়ার বিক্রি করা হবে আইপিওর মাধ্যমে। এবারের বাজেটে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এমন প্রস্তাবের কথা শোনালেন।পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন, আইডিবিআই ব্যাংকে থাকা সরকারি শেয়ার বিক্রি করে দেওয়া হবে। আগামী অর্থবর্ষে সরকার বিলগ্নীকরণের মাধ্যমে ২.১ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা। যেখানে বিশ্লেষকরা যা ধরেছিল এক লক্ষ কোটি টাকার তার থেকে অনেক বেশি। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় সরকার বিলগ্নীকরণ করেছে ১৮০৯৪.৫৯ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =