করোনা মোকাবিলায় প্রস্তুত কেন্দ্র, সংসদে বিবৃতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

করোনা মোকাবিলায় প্রস্তুত কেন্দ্র, সংসদে বিবৃতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি: করোনা-আতঙ্কের মাঝেই বৃহস্পতিবার সংসদে বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন৷ তিনি জানালেন, নোভেল করোনা মোকাবিলায় প্রস্তুত কেন্দ্র৷ এদিন রাজ্যসভায় এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)-র নির্দেশ আসার আগেই মারক করোনা মোকাবিলার পরিকল্পনা ছকে ফেলেছে কেন্দ্রীয় সরকার৷ ১৭ জানুয়ারি থেকেই ভারত নোভেল করোনা সংক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি আরও জানান, ৪ মার্চ পর্যন্ত দেশে ২৯ জন নোভেল করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ এছাড়াও, বিশ্বের ৭৮টি দেশে ছড়িয়ে পড়েছে চিনা মারণ ভাইরাস।

তিনি জানান, একদল মন্ত্রীর নেতৃত্বে ভারতে করোনা আক্রান্তদের উপর নজর রাখা হচ্ছে৷ করোনা প্রতিরোধে হু-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে৷ দেশে করোনা হানা রুখতে বেশকিছু প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে৷ তিনি বলেন, করোনা ভাইরাস চিহ্নিত করার জন্য ভারতে ৩৯টি অতিরিক্ত ল্যাবরেটরি তৈরি করা হয়েছে৷ পাশাপাশি ইরানে ভাইরাস আক্রান্ত এলাকায় আটকে পরা ভারতীয়দের উদ্ধার করতে সেদেশের সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে মোদী সরকার৷ চিনের বিভিন্ন জায়গায় আটকে খাকা ভারতীয়দেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে৷

ইতালি, ইরানের মতো করোনা সংক্রমিত দেশগুলিতে আপাতত না যাওয়ার পরামর্শও দেন তিনি। সংক্রমণের হাত থেকে বাঁচতে সরকারের দেওয়া গাইডলাইন মেনে চলার পরামর্শও দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =