নয়াদিল্লি: অযোধ্যায় রামজন্মভূমি চত্বরে বিবাদের বাইরে যত অতিরিক্ত জমি রয়েছে তার পুরোটাই ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, ওই জমি রামজন্মভূমি ন্যাসের হাতে দেওয়া হোক। আবেদনে বলা হয়েছে, মোট ৬৭ একর জমি ২৫ বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল।
বিতর্কিত ০.৩১৩ একর বাদ দিয়ে বাকিটা তাদের মালিকদের ফেরত দিতে হবে। ওই ৬৭ একর জমির ওপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতির বোবদের স্বাস্থ্যের কারণ অনুপস্থিতির জন্য মঙ্গলবার অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পরই কেন্দ্র এই আবেদন জানিয়েছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী টুইট করেছেন, অবিলম্বে রামন্দিরের নির্মাণের জন্য অবিতর্কিত ৬৭ একর জমি ছেড়ে দেওয়া হোক।
সোমবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। বলাবাহুল্য, লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে দলের ভিতরে বাইরে যে প্রচণ্ড চাপ বাড়ছে, তাতে হয় অর্ডিন্যান্স, নয়তো কোর্টের দ্রুত ফয়সালার ওপর নির্ভর করতেই হত বিজেপিকে। শুনানি পিছিয়ে যাওয়ায় কেন্দ্রকেই উদ্যোগী হয়ে যেতে হল শীর্ষ আদালতে।