অযোধ্যায় চাঁদের হাট! পৌঁছলেন অমিতাভ, রণবীর-আলিয়া থেকে মাধুরী-ক্যাট, রয়েছে আরও অনেকে

অযোধ্যায় চাঁদের হাট! পৌঁছলেন অমিতাভ, রণবীর-আলিয়া থেকে মাধুরী-ক্যাট, রয়েছে আরও অনেকে

ayodhya 

অযোধ্যা: সোমবার দুপুরে অযোধ্যায় নব নির্মিত  রাম মন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এক ঝাঁক তারকাকে৷ রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় পৌঁছলেন বিগ বি অমিতাভ বচ্চন, রণবীর কাপুর,আলিয়া ভাট থেকে ক্যাটরিনা৷ সোমবার সকালেই অযোধ্যার উদ্দেশে রওনা হন তাঁরা। সাড়ে ৯টা নাগাদ অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরে এসে পৌঁছন অমিতাভ সহ একাধিক বলিউড তারকা। অমিতাভের সঙ্গে এসেছেন ছেলে অভিষেক বচ্চনও৷ অযোধ্যায় পৌঁছে গিয়েছেন পরিচালক রোহিত শেঠিও৷ এদিন আলিয়ার পরণে রয়েছে নীল সিল্কের শাড়ি। ধুতি পাঞ্জাবীতে সেজেছেন রণবীর৷ ক্যাটরিনার গায়ে সোনালি সিল্কের শাড়ি৷ স্বামী ভিকি পরেছেন দুধ সাদা কুর্তা পাজামা। সাদা কুর্তা-পাজামায় দেখা গেল জ্যাকি শ্রফকেও৷ 

 

স্বামী ডক্টর শ্রীরাম নেনের সঙ্গে অযোধ্যায় মুম্বই থেকে অযোধ্যায় পৌঁছেছেন মাধুরী দীক্ষিত৷ তিনি পরেছেন হলুদ রঙের শাড়ি৷ এছাড়াও অযোধ্যায় উপস্থিত হয়েছেন রাজকুমার হিরানি, আয়ুষ্মান খুরানা৷ এক কথায় অযোধ্যায় এখন চাঁদের হাট৷

রণবীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + six =