করোনার নতুন ৩ টি উপসর্গ চিহ্নিত করল মার্কিন গবেষণা সংস্থা CDC

করোনার নতুন ৩ টি উপসর্গ চিহ্নিত করল মার্কিন গবেষণা সংস্থা CDC

ওয়াশিংটন: নাক দিয়ে জল পড়ছে? মাঝে মাঝে বমি কিংবা পেট খারাপ হচ্ছে? তাহলে সতর্ক থাকুন৷ এই তিনটি উপসর্গ থেকেও করোনা সংক্রমণ হতে পারে৷ এমনই দাবি করেছে মার্কিন শীর্ষ গবেষণা সংস্থা৷

গবেষণায় জানানো হয়েছে, জ্বর সর্দি কাশিরর পাশাপাশি করোনা ভাইরাসের সাধারণ উপসর্গের সঙ্গে জুড়ে গিয়েছে নাক দিয়ে জল পড়া, বমি বমি ভাব কিংবা পেটের সমস্যা৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি তাদের গবেষণা প্রকাশ করে জানিয়েছে, বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে পর্যালোচনা পর দেখা গিয়েছে, করোনা আক্রান্তদের শরীরে আরও তিনটি উপসর্গ দেখা দিতে পারে৷ সংক্রমিত রোগের উপসর্গের তালিকায় যোগ করা হয়েছে, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা নাক দিয়ে জল পড়া, বমি বমি ভাব কিংবা বমি হওয়া, পেট খারাপ কিংবা অন্ত্রের সমস্যা৷ মার্কিন গবেষণা সংস্থার তরফে নয়া দাবি জানানো হলেও ভারতেও বেশ কিছু রোগের ক্ষেত্রে এই একই উপসর্গ ধরা পড়েছে বলে খবর৷

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সংক্রমণের ২ থেকে ১৪ দিনের মধ্যে আক্রান্তদের শরীরে উপসর্গ দেখা দেয়৷ সিবিসি তরফে আগেই ৮ দফায় করোনা উপসর্গের কথা জানানো হয়েছিল৷ সেগুলি হল- জ্বর, ঠান্ডা লাগা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, শরীরে ব্যথা, মাথাব্যথা, গন্ধ কিংবা স্বাদের অনুভূতি চলে যাওয়া, গলা ব্যথা৷ করোনা আক্রান্তদের ৮টি উপসর্গের তালিকায় এবার আরও ৩টি উপসর্গ যোগ করা হয়েছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ জনতাকে আরও বেশি সচেতন হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ সে ক্ষেত্রে পরিষ্কার পরিছন্নতা পর্যাপ্ত সানিতিজেশন ও মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব বাড়াতে বলেছেন চিকিৎসকরা৷

চিকিৎসকদের দাবি, কিছু কিছু ক্ষেত্রে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনুযায়ী খুব দ্রুত রোগীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে৷ ফলে দিনে দিনে বাড়ছে উদ্বেগ৷ তবে সবার ক্ষেত্রেই যে এই একই ব্যাপার ঘটবে তা অবশ্য নয়৷ রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করছে করোনা আক্রান্ত রোগীর সেরে ওঠার বিষয়টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 4 =