নয়াদিল্লি: অবশেষে সোমবার অনলাইনে প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। cbse.nic.in , www.results.nic.in , www.cbseresults.nic.in এই তিনটি ওয়েবসাইটে জানা যাচ্ছে ফলাফল। পাশাপাশি পরীক্ষার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরেও তাঁদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে৷
এবছর সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২লক্ষ ৩৫ হাজার ৫৯৫। গতবছরের তুলনায় এবছর সার্বিকভাবে পাশের হার অনেকটা বেড়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। এবছর পাশের হার ৮৮.৭৮ শতাংশ যা গতবারের তুলনায় ৫.৩৮ শতাংশ বেশি। সাফল্যের নিরিখে ছাত্রীরা এবার বাজিমাত করেছে৷ পাশের হার সবচেয়ে বেশি কেরলের ত্রিবন্দ্রমে। ফলফল প্রকাশিত হলেও, করোনার জেরে অসম্পূর্ণ পরীক্ষার কথা মাথায় রেখে এবছর কোনও মেরিট লিস্ট প্রকাশ করেনি বোর্ড।
টুইট করে পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছে জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এদিকে নির্ধারিত মূল্যায়ন প্রক্রিয়া অনুসারে ৪০০ শিক্ষার্থীর দ্বাদশ শ্রেণির ফলাফল গণনা করা যায়নি; তাদের ফলাফলগুলি পরে ঘোষণা করা হবে বলে সিবিএসই সূত্রে জানানো হয়েছে।
Dear Students, Parents and Teachers!@cbseindia29 has announced the results of Class XII and can be accessed at https://t.co/kCxMPkzfEf.
We congratulate you all for making this possible. I reiterate, Student’s health & quality education are our priority.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 13, 2020
Loading tweet…