CBI vs Police: আধিকারিকদের চাঙ্গা করতে রাজ্যে আসছেন CBI প্রধান

নয়াদিল্লি: রবিরার রাতের ঘটনার পর সিবিআইয়ের আধিকারিকদের মনোবল বাড়িতে কলকাতায় আসছেন সিবিআইয়ের নয়া প্রধান ঋষি শুক্লা৷ আজ সোমবার সিবিআইয়ের প্রধান হিসাবে দায়িত্ব দিয়েছেন এই আইপিএস অফিসার৷ নতুন পদে দায়িত্ব নেওয়ার পরই কলকাতায় আসার সিদ্ধান্ত নেন তিনি৷ সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় এসে আধিকাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি৷ সূত্রের খবর, তদন্তের গতি বাড়াতে বেশ কিছু

92dc631984423bd7043ce6e69318b517

CBI vs Police: আধিকারিকদের চাঙ্গা করতে রাজ্যে আসছেন CBI প্রধান

নয়াদিল্লি: রবিরার রাতের ঘটনার পর সিবিআইয়ের আধিকারিকদের মনোবল বাড়িতে কলকাতায় আসছেন সিবিআইয়ের নয়া প্রধান ঋষি শুক্লা৷ আজ সোমবার সিবিআইয়ের প্রধান হিসাবে দায়িত্ব দিয়েছেন এই আইপিএস অফিসার৷ নতুন পদে দায়িত্ব নেওয়ার পরই কলকাতায় আসার সিদ্ধান্ত নেন তিনি৷ সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় এসে আধিকাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি৷ সূত্রের খবর, তদন্তের গতি বাড়াতে বেশ কিছু পদক্ষেপ সিদ্ধান্তও নিতে পারেন তিনি৷

অভিযোগ, রবিবার রাতে প্রকাশ্যে হেনস্তা হওয়ার ঘটনায় মনোবল হারিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা৷ কেননা, এর আগে এই ধরনের ঘটনার সাক্ষি হতে হয়নি তাঁদের৷ রবিরাত রাতের ঘটনা তাঁদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়ে বলেও অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন আধিকারিক৷

রাজ্যপালের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবারের গোটা ঘটনা জানতে চেয়ে এদিন রাজ্যপালকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ ফোনে গোটা ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ রাজভবন সূত্রের খবর, আজ বিকালের মধ্যেই রাজ্যভবনের তরফে রিপোর্ট পাঠানো হতে পারে৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো খবর দেখে উদ্বেগ প্রকাশ করেন রাজনাথ৷ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথাও জানানো হয়েছে বলে খবর৷

CBI vs Police: আধিকারিকদের চাঙ্গা করতে রাজ্যে আসছেন CBI প্রধানঅন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব, সিপি ও ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করল সিবিআই৷ সিবিআইয়ের মামলায় পার্টি করা হয়েছে কেন্দ্রকে৷ রাজ্যের এক জন ডিসি, এক জন এডিসিপি দুই ইনস্পেক্টরের নামেও মামলা করা হয়েছে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ ইতিমধ্যেই সিবিআইয়ের দায়ের করা মামলা গৃহীত হয়েছে৷ মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে৷

রবিবার রাতের ঘটনায় সংবাদ সংস্থা এএনআইকে সিবিআইয়ের অন্তর্বর্তী প্রধান এম নাগেশ্বর রাও জানিয়েছিলেন, আজ সোমবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা৷ সোমবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল৷ কিন্তু, তিনি ‘সহযোগিতা’ করেননি৷ এমনকী, তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ারও অভিযোগ তুলেছে সিবিআই৷ আদালত সূত্রে খবর, সিবিআইয়ের হয়ে মামলা লড়ছেন সলিসিটার জেনেরাল তুষার মেহতা৷ তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমাদের দলকে আটকে রাখা হয়েছিল৷ কলকাতা পুলিশ কমিশনারের এখনই আত্মসমর্পণ করা উচিত৷ আমরা সেই আর্জিই জানাব আদালতে৷’’ অন্যদিকে, পাল্টা প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার তথা কলকাতা পুলিশও৷ সম্ভবত রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *