নয়াদিল্লি: নতুন করে বোফর্স তদন্ত করা থেকে নিজেদের সরিয়ে নিল সিবিআই। ২০১৮ সালে দিল্লির চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কোর্টে সিবিআই ৬৪ কোটির বোফর্স ঘুষ কেলেঙ্কারির নতুন করে তদন্তের আর্জি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, তারা নতুন প্রমাণ পেয়েছে। ৪ ডিসেম্বর আদালত জানতে চায়, নতুন করে তদন্তের জন্য তাদের অনুমতির কী প্রয়োজন।
সিবিআই জানিয়েছে, পরে তারা এ বিষয়ে তারা কী করবে তা জানাবে। এর আগে সুপ্রিম কোর্ট বোফোর্সের সব অভিযুক্তকে রেহাই দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে সিবিআইয়ের আনা আবেদনটি খারিজ করে দিয়েছিল। ৪০০টি ১৫৫ মিমি হাউইৎজার কেনার জন্য সুইজারল্যান্ডের বোফর্সের সঙ্গে চুক্তি করেছিল ১৯৮৬ সালের ২৪ মার্চ। একে ঘিরেই ঘুষের অভিযোগ উঠেছিল।