কলকাতা : স্বস্তি পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আগামী ২২ জুলাই পর্যন্ত বাড়াল হাইকোর্ট। তাঁকে কলকাতার মধ্যেই থাকার যে শর্ত আদালত দিয়েছিল, তা শিথিল করতে চেয়ে আবেদন করেছেন রাজীব। মূল মামলার পরবর্তী শুনানি ১৫ জুলাই।
২২ মে রাজীব কুমারকে সিবিআই নোটিশের চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন রাজীব। সেই মামলায় ৩০ মে রাজীবের গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় অবকাশকালীন বেঞ্চ। ১০ জুন থেকে একমাসের সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে বিচারপতি আশা অরোরা মঙ্গলবার নির্দেশ দেন, স্থগিতাদেশ বহাল থাকবে ২২ জুলাই পর্যন্ত। সেইসঙ্গে কয়েকটি শর্তও দিয়েছিল হাইকোর্ট।