ভিডিওকনের দপ্তরে সিবিআইয়ের হানা, নজরে ছন্দা

মুম্বাই: ভিডিওকনের মুম্বাই অফিসে হানা সিবিআই-র। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছারের স্বামী দীপক কোছারের বিরুদ্ধে ঋণ মঞ্জুর সংক্রান্ত ব্যাপারে মামলা দায়ের করেছে সিবিআই। সেই ঘটনার নথি পত্রের সন্ধান করতেই সিবিআই ভিডিওকনের মুম্বাই অফিসে হানা দেয়। মুম্বই সহ মহারাষ্ট্রের আরও কয়েকটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর পাওয়া গেছে। আইসিআইসিআই ২০১২ সালে ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকার

ভিডিওকনের দপ্তরে সিবিআইয়ের হানা, নজরে ছন্দা

মুম্বাই: ভিডিওকনের মুম্বাই অফিসে হানা সিবিআই-র। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছারের স্বামী দীপক কোছারের বিরুদ্ধে ঋণ মঞ্জুর সংক্রান্ত ব্যাপারে মামলা দায়ের করেছে সিবিআই।

সেই ঘটনার নথি পত্রের সন্ধান করতেই সিবিআই ভিডিওকনের মুম্বাই অফিসে হানা দেয়। মুম্বই সহ মহারাষ্ট্রের আরও কয়েকটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর পাওয়া গেছে। আইসিআইসিআই ২০১২ সালে ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকার ঋণ দেয়। ছন্দা কোছার আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও পদ ছাড়েন ২০১৮ সালের অক্টোবরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =