×

চাকরি কেলেঙ্কারির অভিযোগ, লালু-পত্নী রাবড়ীর বাড়িতে সিবিআই হানা

 
লালু-রাবড়ী

পাটনা: সোমবার সাত সকালে লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীর বাড়িতে সিবিআই হানা।  চাকরি দিয়ে জমি নেওয়ার অভিযোগে আরজেডি নেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যেই রাবড়ী দেবীর পটনার বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ৷ রাবড়ীর কনিষ্ঠ পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারের উপমুখ্যমন্ত্রী। উল্লেখ বিষয় হল, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন ৯ বিরোধী নেতানেত্রী৷ তাঁর মধ্যে ছিলেন তেজস্বীও৷ তাঁদের অভিযোগ ছিল,  সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতিয়ার করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে৷ সেই চিঠি পাঠানোর পরেই তেজস্বীর মা রাবড়ী দেবীর বাড়িতে হানা দিল সিবিআই।

আরও পড়ুন- অত্যাধুনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আরও শক্তিশালী ভারত

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম ইউপিএ জমানায় রেলমন্ত্রী ছিলেন লালু৷ সেই সময় ক্ষমতা বলে বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলে গ্রুপ-ডি পদে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে৷ এই ঘটনায় মূলত অভিযোগের আঙুল ওঠে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার দিকে। ঘটনার তদন্তে নেমে গত বছর ২০ মে পাটনা, দিল্লি-সহ দেশের মোট ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। গত অগাস্ট মাসে একের পর এক আরজেডি নেতার বাড়িতে অভিযান চলে৷ 


ফেব্রুয়ারি মাসে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ী দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি কর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের পেশ করা চার্জশিটের ভিত্তিতে আগামী ১৫ মার্চের মধ্যে এই মামলায় লালুদের জবাব তলব করেছে আদালত৷ 

From around the web

Education

Headlines