এবাব বদলির ভয়ে কাঁপছে সিবিআই দপ্তর

নয়াদিল্লি: অফিসারদের ঢালাও বদলি করলেন সিবিআইয়ের অস্থায়ী ডিরেকটর নাগেশ্বর রাও। সবমিলিয়ে ২০ জন অফিসারকে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে ২জি কেলেঙ্কারির তদন্তে নিযুক্ত অফিসার বিবেক প্রিয়দর্শীও আছেন। তাঁকে দিল্লির দুর্নীতিদমন শাখা থেকে চণ্ডীগড়ে বদলি করা হয়েছে। তবে যাঁরা আদালতের আদেশে তদন্ত করছেন, তাঁরা সেই কাজ চালিয়ে যাবেন। তামিলনাডুতে স্টারলাইট বিক্ষোভে গুলিচালনায় ১৩ জনের মৃত্যুর তদন্তে

0a77f2c2541cdd6eae54631c3503ecf7

এবাব বদলির ভয়ে কাঁপছে সিবিআই দপ্তর

নয়াদিল্লি: অফিসারদের ঢালাও বদলি করলেন সিবিআইয়ের অস্থায়ী ডিরেকটর নাগেশ্বর রাও। সবমিলিয়ে ২০ জন অফিসারকে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে ২জি কেলেঙ্কারির তদন্তে নিযুক্ত অফিসার বিবেক প্রিয়দর্শীও আছেন। তাঁকে দিল্লির দুর্নীতিদমন শাখা থেকে চণ্ডীগড়ে বদলি করা হয়েছে।

তবে যাঁরা আদালতের আদেশে তদন্ত করছেন, তাঁরা সেই কাজ চালিয়ে যাবেন। তামিলনাডুতে স্টারলাইট বিক্ষোভে গুলিচালনায় ১৩ জনের মৃত্যুর তদন্তে নিযুক্ত এ সারাভানকে বদলি করা হয়েছে মুম্বইয়ে। নাগেশ্বর রাওয়ের নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আইনজীবী প্রশান্তভূষণ। ২৪ জানুয়ারি তার শুনানি। আবেদনে প্রশান্তভূষণ বলেছেন, নাগেশ্বর রাওকে তিন সদস্যের নিয়োগ কমিটি নিয়োগ করেনি। তাঁকে একতরফা নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *