গুজরাট থেকেই সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা, নাম প্রবীণ সিনহা

গুজরাট থেকেই সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা, নাম প্রবীণ সিনহা

নয়াদিল্লি: খুব শীঘ্রই বদল আসতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ে। কারণ ইতিমধ্যেই বর্তমান সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লার কার্যকাল শেষ হয়েছে। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন সিবিআই ডিরেক্টরের নাম ঘোষণা হয়ে যাবে। কিন্তু যতদিন না ডিরেক্টরের নাম ঘোষণা হচ্ছে ততদিন অতিরিক্ত অধিকর্তা হিসেবে দেখতে পাওয়া যাবে প্রবীণ সিনহাকে। তিনি গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার।

সিবিআইয়ের নতুন ডিরেক্টর কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে এখনও মাস খানেক সময় লাগবে বলে ধারণা। ইতিমধ্যে পরবর্তী ডিরেক্টরের নাম হিসেবে উঠে আসছে ১৯৮৪ ব্যাচের রাকেশ আস্থানা, আইসি মোদি এবং লোকনাথ বেহেরার। তবে যতদিন না পর্যন্ত পরবর্তী দিরেক্টর নির্ধারিত হচ্ছে ততদিন এই দায়িত্ব সামলাবেন প্রবীণ সিনহা। সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রির অধীনস্থ দফতর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে থাকা বিশেষ কমিটি এবং বিরোধী দলের নেতারা। এই সিদ্ধান্ত হতে এখনও মাস খানেক সময় লাগার কথা। ততদিন দায়িত্ব সামলাবেন গুজরাটের ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ সিনহা‌।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন সিবিআইয়ের প্রাক্তন কর্তা রাকেশ আস্থানা। কিন্তু দুর্নীতির অভিযোগের প্রমাণ মেলেনি। রাকেশ আস্থানার বিরুদ্ধে অভিযোগ ছিল, সিবিআই তদন্তাধীন একটি মামলা থেকে নাম বাদ দেওয়ার বিনিময়ে তিন কোটি টাকা নিয়েছেন তিনি, এবং পরে সেই ব্যক্তি বলেছিলেন যে, টাকা নেওয়ার পরেও মামলা থেকে তাঁর নাম সরানো হয়নি। এ ছাড়া মইন কুরেশি দুর্নীতি কাণ্ডেও বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকা রাকেশ আস্থানা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধান অলোক ভার্মার সঙ্গে রাকেশ আস্তানার সংঘাত দেখা দেয়। সেই নিয়ে বিতর্ক চলে বহুদিন। এরপর সীমান্তরক্ষী বাহিনীর নতুন ডিজি হয়েছেন ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার রাকেশ আস্থানা। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পদে থাকবেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =