Aajbikel

এর পরই অভিষেককে গ্রেফতার করা হবে, সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ আইনজীবী সিঙ্ঘভির

 | 
avishekh

নয়াদিল্লি: ‘পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে’! এমনই আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ 


সিবিআইয়ের সমন এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক৷ সেখানে কোনও রকম সুরাহা না পেয়ে সুপ্রিম কোর্টের কড়া নাড়েন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি৷ এদিকে, শীর্ষ আদালতে এখন গ্রীষ্মবকাশ চলছে৷ তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সিঙ্ঘভি অবকাশকালীন বেঞ্চে এ বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানালেন। অভিষেকের বিরুদ্ধে সিবিআই যাতে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ না করে, সেই আর্জি জানিয়ে আজ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তিনি৷

সিঙ্ঘভি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়মিত সমন পাঠানো হচ্ছে। শনিবার তাঁকে সাড়ে নয় ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরের বার তাঁকে গ্রেফতার করা হবে। আমরা চাইছি, দমনমূলক পদক্ষেপ করা যাবে না এমন নির্দেশ দেওয়া হোক।” বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে এই মামলা উল্লেখ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে৷ সিঙ্ঘভি বলেছেন, “সুপ্রিম কোর্ট শুনানির নির্দিষ্ট তারিখ দিলে অভিষেককে বারবার সমনের নোটিস পাঠানো বন্ধ হবে। অভিষেক নিডের কাজে কলকাতার বাইরে ছিলেন। সেখানেও তাঁকে সমন পাঠিয়ে পরের দিন হাজির হতে বলা হয়েছে।”


 

 

Around The Web

Trending News

You May like