Aajbikel

করমণ্ডল দুর্ঘটনায় জঙ্গি যোগ? তদন্তে নেমে ‘অন্তর্ঘাত’ তত্ত্বেই জোর সিবিআই-এর

 | 
করমণ্ডল এক্সপ্রেস

বালেশ্বর: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন যে, অপরাধীদের চিহ্নিত করা হয়ে গিয়েছে। তারপর আরও ৪৮ ঘণ্টা কেটে গেলও কারা দোষী, সেটা এখনও জানা গেল না। উল্টে কমিশনার অব রেলওয়ে সেফটির পাশাপাশি তদন্তভার সঁপা হয়েছে সিবিআইকে। আর তদন্তে নেমেই কেন্দ্রের ‘অন্তর্ঘাত তত্ত্ব’ প্রতিষ্ঠায় তৎপর এই কেন্দ্রীয় এজেন্সি। এমনকী, দুর্ঘটনার নেপথ্যে জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা। তদন্তভার হাতে নিয়েই তথ্যপ্রমাণ ও নথি সংগ্রহের জোর দিয়েছে সিবিআই। 


মঙ্গলবার ঘটনাস্থলে পরিদর্শন করেন তদন্তকারী অফিসাররা। প্রাথমিক তদন্তের পর সিবিআই-এর অনুমান, পরিকল্পনা করেই লেভেল ক্রসিংয়ের সামনে থাকা পয়েন্টার মেইন লাইনে জোড়া হয়নি। সেই চক্রান্তের পিছনে কোনও জঙ্গিগোষ্ঠীর ভূমিকা ছিল কি না, তার উপর ডোর দেওয়া হচ্ছে৷ রেলের কমিটিও প্রাথমিক রিপোর্টে ‘ডেলিবারেট ইন্টারফেয়ারিং’ এবং ‘ম্যানুয়াল টিঙ্কারিং’য়ের তত্ত্ব উল্লেখ করবে বলেই খবর। 


দুর্ঘটনার পর ভারতীয় দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪- সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে বালেশ্বর জিআরপি। এদিন সিবিআইও ওই একই ধারায় মামলা শুরু করেছে। 

Around The Web

Trending News

You May like