Aajbikel

মণিপুর তদন্তে সিট গড়ল সিবিআই, ফের হিংসায় মহিলা-সহ নিহত ৩

 | 
manipur

ইম্ফল: চিত্র বদলাচ্ছে না মণিপুরে। হাতে গোনা কয়েকদিন পরিস্থিতি শান্ত থেকেছিল, ব্যস। লাগাতার হিংসার ঘটনায় এখন যেন নাভিশ্বাস উঠেছে রাজ্যের আম জনতার। শেষ ক'দিনে একাধিক মৃত্যু হয়েছে মণিপুরে। সরকারের পক্ষ থেকে একে জঙ্গি হামলা বলা হচ্ছে। সেই হামলার কারণে এক মহিলা সহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে শুক্রবার। এই অবস্থায় দাঁড়িয়ে তদন্তের খাতিরে বিশেষ তদন্তকারী দল (সিট) গড়েছে সিবিআই। আপাতত ৬টি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

বিগত কয়েক দিন ধরে মণিপুরের একাধিক এলাকা থেকে ঘর-বাড়ি পোড়ানো থেকে শুরু করে মানুষ খুনের খবর সামনে আসছে। মেইতেই জনগোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে মায়ানমার সীমান্ত পেরিয়ে জঙ্গিরা হামলা চালাচ্ছে। তবে ‘ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম’-এর অভিযোগ, হামলাকারীরা আদতে মেইতেই জনগোষ্ঠীর। অন্যদিকে আবার তফসিলি জনজাতিদের একাংশ অভিযোগ করেছে, মণিপুরে হিংসা ঠেকাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলোর সামনে বিক্ষোভও হয়েছে এই ইস্যুতে। কিন্তু রাজ্যের পরিস্থিতি কিছুতেই বদলাচ্ছে না। 

চলতি সপ্তাহেই সেনা অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। অসম রাইফেলসের ২ জওয়ান এখন হাসপাতালে চিকিৎসাধীন। মণিপুরের সিরোউয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে সিরিজের রাইফেল, একটি ৫১ মিমি মর্টার, দু’টি কার্বাইন। এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর গোলাবারুদ। 

Around The Web

Trending News

You May like