ইশরাত জাহান ‘ভুয়ো’ এনকাউন্টার মামলায় প্রাক্তন আইপিএস ডিজি বানজারা ও এন কে আমিনের বিরুদ্ধে আনা খুন ও ষড়যন্ত্রের মামলা খারিজ করে দিল বিশেষ সিবিআই আদালত। এদিন আদালত জানায় যে রাজ্য সরকারের বিবাদী পক্ষকে অনুমোদন দিতে রাজী নয় এবং সরকারের পক্ষ থেকে পাঠানো সেই চিঠি আদালতে পেশ করেছে সিবিআই। সেই চিঠির ভিত্তিতেই খারিজ করা হলো সমস্ত মামলা। এই রায় মানতে নারাজ ইশরত জাহানের মা শামিমা কৌশর। তাঁর দাবি সিবিআই আদালত দোষীদের বিরুদ্ধে মামলা খারিজ করে মূল মামলাকে যথেষ্ট দুর্বল করে দিল।
গত ২৬ মার্চ বানজারা ও আমিন আদালতে আবেদন করেন তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত মামলা খারিজ করা হোক কারণ গুজরাট সরকার ফৌজদারী আইনের ১৯৭ ধারা অনুযায়ী তাঁদের অনুমোদন দেয়নি। তারই ভিত্তিতে আজ সিবিআই আদালত তাঁদের বিরুদ্ধে আনা ফৌজদারী আইনের ১০২ বি-এর ৩৪১,৩৪২,৩৪৩, ৩৬৫, ৩৬৮, ৩০২ এবং ২০১ ধারা ও ভারতীয় অস্ত্র আইনের ধারা ২৫(১)(ই)-এর ২৭ ধারা খারিজ করে দিল। এই রায় দানের ফলে বানজারা ও আমিন ইশরাত জাহান এনকাউন্টারকে ভুয়ো নয় বরং সঠিক বলে দাবি করে।
ইশরাত জাহানের মা শামিমা কৌশরের আইনজীবী বৃন্দা গ্রোভার এই রায়ের বিরোধীতা করে বলেছেন যে আইনের ভাষায় এই আবেদন সমর্থন যোগ্য নয় এবং এর সত্যতা ভিত্তিহীন। তিনি আরও দাবি করেন যে রাজ্য সরকার আধিকারিকদের অনুমোদন দেওয়ার জন্য সঠিক ক্ষেত্র নয়। সিবিআইয়ের আইনজীবী আর সি কোদেকার জানান যে উচ্চতর আদালতে এই মামলা পাঠানো হবে কি না তার সিদ্ধান্ত নেবে সিবিআইয়ের উচ্চতর আধিকারিকরা।