করমণ্ডলকাণ্ডে তিন রেল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই, বিরাট অভিযোগ

করমণ্ডলকাণ্ডে তিন রেল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই, বিরাট অভিযোগ

বালেশ্বর: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল ট্রেন দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই ঘটনায় এবার তিনজন রেল আধিকারিককে গ্রেফতার করল তারা। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের বড় অভিযোগ আছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ২০১ ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। সিবিআই গোয়েন্দারা দাবি করেছেন, এই তিন আধিকারিকদের কিছু কাজের জন্যই বালেশ্বরে ওই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। সিবিআই সূত্রে খবর, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ওই তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। 

কয়েক দিন আগেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে একটি রিপোর্ট জমা দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন দফতরের কিছু গলদের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সম্প্রতি যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে রিলে রুমের দায়িত্বে থাকা কিছু কর্মীদের ত্রুটি ছিল। তবে কোনও ব্যক্তি ইচ্ছে করে এই দুর্ঘটনা ঘটিয়েছে কি না, সেটা পরিষ্কার করা হয়নি ওই রিপোর্টে। তবে শুরু থেকেই ইন্টারলকিং সিস্টেম নিয়ে প্যানেল রুমে থাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ভূমিকা ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল। লেভেল ক্রসিংয়ের কাজ ঘিরে সংশ্লিষ্ট গেট ম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন ছিল।

সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মোট পাঁচ রেল কর্মীকে আটক করেছিল সিবিআই।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *