রুখে দিয়েছিলেন গরু পাচার, প্রতিশোধ নিতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা, আতঙ্কিত বাসিন্দারা

রুখে দিয়েছিলেন গরু পাচার, প্রতিশোধ নিতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা, আতঙ্কিত বাসিন্দারা

আগরতলা: ফের গরু পাচারকারীদের হাতে আক্রান্ত হলেন স্থানীয় গেরস্থ৷ ত্রিপুরার মধুপুর থানার পুরাতন রাজনগর এলাকায় একদল গরু পাচারকারী একটি মারুতি ওমনি গাড়ী করে এসে মিঠুন মিয়ার বাড়িতে উপস্থিত হয়। মিঠুন মিয়া কিছু বোঝার আগেই গরু পাচারকারীরা তাঁকে বাড়ি থেকে বের করে বেধড়ক পেটাতে থাকে বলে অভিযোগ৷ গৃহকর্তার চিৎকার শুনে পরিবারের অন্যরা ছুটে এলে দুষ্কৃতীরা তাঁদেরও বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ ঘটনায় জখম হয়েছেন পরিবারের তিন মহিলা৷

অভিযোগ, মিঠুন মিয়াকে মারুতি ওমনি গাড়ি করে অপহরণের চেষ্টা করা হয়৷ তিনি বাধা দেওয়ায় গরু পাচারকারীরা চাকু দিয়ে তার মাথায় আঘাত করে ক্ষতবিক্ষত করে। পরবর্তী সময়ে তাদের চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে আসলে মিঠুন মিয়াকে গরু পাচারকারীরা ফেলে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ তাঁরা আহত ব্যক্তিকে নিয়ে গিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত মিঠুন মিয়াকে ছেড়ে দেওয়া হয়৷ তিনি জানান, ওনার রাবার বাগানের উপর দিয়ে গরু পাচারকারী প্রতিনিয়ত গরু নিয়ে যায়। এই অভিযোগ শোনার পর দু’দিন আগে তিনি ঘটনার সত্যতা দেখার জন্য সেই রাবার বাগানে গিয়েছিলেন। গরু পাচার হচ্ছে দেখে পুলিশকে খবর দিয়েছিলেন৷ পুলিশ ও বিএসএফ  ১৭ টি গরু আটক করে।

আর সেই ঘটনার সূত্রপাত ধরে গরু পাচারকারীরা মিঠুন মিয়াকে মারধর করে বলে অভিযোগ৷ তারই জেরে এদিন ওমনি গাড়িতে করে মিঠুন মিয়াকে পাচার করতে গরু পাচারকারীরা হানা দিয়েছিল বলে মনে করা হচ্ছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − eight =