গোরুর অক্সিজেন দেয়, শ্বাস-কষ্ট কমায়: মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ড : গোরু অক্সিজেন দেয়৷ তার নিঃশ্বাস-প্রশ্বাসেই অক্সিজেন উৎপন্ন হয়৷ গোরুকে মালিশ করলে সেরে যায় শ্বাসের কষ্ট৷ এমনই দাবি করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে৷ গোরুর দুধের ও গোমূত্রের গুণ নিয়েও মুক্তকণ্ঠ ত্রিবেন্দ্র সিং৷ গোরুর কাছাকাছি থাকলে সেরে যায় যক্ষ্ণাও৷ এর আগে বিজেপির রাজ্য সভাপতি অজয় ভাট

গোরুর অক্সিজেন দেয়, শ্বাস-কষ্ট কমায়: মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ড : গোরু অক্সিজেন দেয়৷ তার নিঃশ্বাস-প্রশ্বাসেই অক্সিজেন উৎপন্ন হয়৷ গোরুকে মালিশ করলে সেরে যায় শ্বাসের কষ্ট৷  এমনই দাবি করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷

একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে৷ গোরুর দুধের ও গোমূত্রের গুণ নিয়েও মুক্তকণ্ঠ ত্রিবেন্দ্র সিং৷ গোরুর কাছাকাছি থাকলে সেরে যায় যক্ষ্ণাও৷ এর আগে বিজেপির রাজ্য সভাপতি অজয় ভাট জানিয়েছিলেন, গর্ভবতীরা গোরুকে গঙ্গার জল পান করেল তাঁদের আর সিজারিয়ান ডেলিভারি করার প্রয়োজন হয় না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =