করোনার পর এবার চিনে তাণ্ডব চালাচ্ছে মারাত্মক ভাইরাস! মশা-শুয়োর থেকে সাবধান!

করোনার পর এবার চিনে তাণ্ডব চালাচ্ছে মারাত্মক ভাইরাস! মশা-শুয়োর থেকে সাবধান!

বেজিং: চিনের উহান প্রদেশ৷ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই ছোট্ট একটি প্রদেশ৷ অভিযোগ, চিনের উহান থেকে প্রথম ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস৷ তারপর, করোনা তাণ্ডব চালিয়েছিল গোটা বিশ্বে৷ কোভিড অতিমারীর আবহে এবার চিনে হানা দিয়েছে মারাত্মক এক নতুন সাজীবাণু! ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে এমনই কিছু পূর্বাভাস পেয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷

করোনা যেমন মানুষের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, ঠিক তেমন সন্ধিপদ বিশিষ্ট প্রাণীর মাধ্যমে ছড়াচ্ছে নয়া সিকিউভি ভাইরাস৷ যাকে সাধারণে ক্যাট কে ভাইরাস হিসেবেই চেনেন৷ জ্বর, মেনেঞ্জাইটিস ও শিশুদের এনসেফেলাইটিস দেখা দিতে পারে বলে তৈরি হয়েছে আশঙ্কা৷ চিন ও ভিয়েতনামে কিউলেক্স মশা ও শুয়োরের মাধ্যমেই এই ভাইরাস মানবদেহে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও তৈরি হয়েছে আশঙ্কা৷

ভারতে ওই প্রজাতির কিউলেক্স মশার উপস্থিতি দেখে আগাম সতর্ক আইসিএমআর৷ পুণের এই প্রতিষ্ঠান গোটা ভারতে ৮৮৩টি সেরাম নমুনার মধ্যে দুটিতে ওই ভাইরাসের অ্যান্টিবডি খুঁজে পেয়েছে৷ওই ২ ব্যক্তি কোনও সময়ে এই ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে আশঙ্কা৷ তবে ওই দু’টি বাদে অন্য কোনও নমুনা বিশ্লেষণ করে মানব বা পশুর শরীরে এই ভাইরাস পাওয়া যায়নি৷তবে এই বিষয়ে নিশ্চিত হতে গেলে আরও বেশ কিছু পরীক্ষার প্রয়োজন৷ সম্প্রতি এই গবেষণাপত্রটি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আইসিএমআর৷ ইতিমধ্যেই চিনে পালিত শুয়োরের রক্তে ওই ভাইরাস পাওয়া গিয়েছে বলে খবর৷ তবে, ভারতে এখনই এর কোনও প্রভাব পড়েনি৷ এই নিয়ে চলছে গবেষণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =