কাস্ট সার্টিফিকেটে জালিয়াতি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

রায়পুর: আদিবাসী সম্প্রদায়ভুক্ত না হওয়া সত্ত্বেও জাতিগত শংসাপত্র বাগিয়ে নেওয়ার দায়ে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে দায়ের হল এফআইআর৷ অভিযোগ, ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী নিজে আদিবাসী সম্প্রদায়ভুক্ত না হওয়া সত্ত্বেও তিনি তপশিলি উপজাতি শংসাপত্র তৈরি করে ফেলেছেন৷ আর এই অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে দায়ের হয়েছে মামলা৷ সরকারি কমিটির তরফে তথ্য ফাঁস হতেই চূড়ান্ত বিপাকে

1fbf6133df1a9e03300383e9641694be

কাস্ট সার্টিফিকেটে জালিয়াতি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

রায়পুর: আদিবাসী সম্প্রদায়ভুক্ত না হওয়া সত্ত্বেও জাতিগত শংসাপত্র বাগিয়ে নেওয়ার দায়ে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে দায়ের হল এফআইআর৷ অভিযোগ, ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী নিজে আদিবাসী সম্প্রদায়ভুক্ত না হওয়া সত্ত্বেও তিনি তপশিলি উপজাতি শংসাপত্র তৈরি করে ফেলেছেন৷ আর এই অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে দায়ের হয়েছে মামলা৷

সরকারি কমিটির তরফে তথ্য ফাঁস হতেই চূড়ান্ত বিপাকে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ছত্রিশগড়ের বিলাসপুরের এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন৷

অজিত যোগী যখন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি তখন নিজেকে তপশিলি উপজাতি বলে দাবি করেন৷ কিন্তু সেই দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়৷ উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বর্তমান রাজ্য সরকার৷ সেই কমিটির রিপোর্টে সাফ উল্লেখ করা হয়েছে, জালিয়াতি করে তিনি ওই শংসাপত্র বাগিয়ে নিয়েছেন৷ আর সেই কারণে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর৷ যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *