দাদুর প্রাণ বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় অক্সিজেনের আর্তি, যুবকের বিরুদ্ধে মামলা যোগী রাজ্যে

দাদুর প্রাণ বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় অক্সিজেনের আর্তি, যুবকের বিরুদ্ধে মামলা যোগী রাজ্যে

6bcbcab3ace76ec057821ede8c5e3d61

লখনউ:  করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ৷ প্রতি মুহূর্তে প্রকট হয়ে উঠছে হাসপাতালের বেড আর অক্সিজেনের অপ্রতুলতা৷ প্রায় প্রতিটি রাজ্যে প্রকট হয়ে উঠেছে অক্সিজেনের হাহাকার৷ একই হাল যোগী রাজ্যেও৷ এই অবস্থায় দাদুর জন্য অক্সিজেন চেয়ে টুইটারে আবেদন জানিয়েছিলেন এক যুবক৷ কিন্তু অক্সিজেন তিনি পাননি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধের৷ দাদুর জীবন বাঁচাতে পারেননি শশাঙ্ক যাদব নামে ওই  যুবক৷ উল্টে নেটপাড়ায় ‘গুজব’ ছড়ানোর দায়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মমলা করল উত্তরপ্রদেশ পুলিশ৷

আরও পড়ুন- মনে হচ্ছে, আপনারা চাইছেন মানুষ মরে যাক! কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

 
সারা দেশের মতো অক্সিজেনের সমস্যা দেখা দিয়েছে উত্তরপ্রদেশেও৷ হাসপাতালগুলিতে অক্সিজেনের তীব্র হাহাকার৷ এই অবস্থায় আত্মীয়-পরিজনদের জীবন বাঁচাতে অনেকেই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছেন৷ তেমনই দাদুকে বাঁচাতে অক্সিজেন চেয়ে টুইট করেছিলেন শশাঙ্ক৷ সেই সঙ্গে সোনু সুদকেও ট্যাগ করেছিলেন তিনি৷ তবে তাঁর দাদু করোনা আক্রান্ত কিনা, সে কথা অবশ্য উল্লেখ করেননি তিনি। তাঁর এই টুইটটি চলে যায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। তিনি নিজে শশাঙ্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন বলেও জানা গিয়ছে। কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। এর পরেই বিষয়টি তিনি নিজ কেন্দ্র আমেঠির পুলিশকে জানান। 

পরে পুলিশ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে শশাঙ্কের দাদুর মৃত্যু হয়েছে৷ কিন্তু পুলিশের চোখে এই পরিস্থিতিতে এহেন পোস্ট ‘নিন্দাজনক’। সোশ্যাল মিডিয়ায় ‘গুজব’ ছড়ানোর চেষ্টা চলছে৷ আর এই অপরাধেই শশাঙ্কের বিরুদ্ধে মমলা করে পুলিশ৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *