আধার আইনে বেপরোয়া নজরদারি, কেন্দ্রকে সুপ্রিম নোটিশ

নয়াদিল্লি: আধার আইন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার এই নোটিশ পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত৷ আধার আইনে সংশোধনীকে সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে৷ বেসরকারি সংস্থাগুলি কেন পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য ব্যবহার করবে? এই মর্মে মামলা দায়ের করেন এক প্রাক্তন সেনাকর্তা৷ মামলাকারীর অভিযোগ, আধার আইনে ২০১৯ সালের সংশোধনী

আধার আইনে বেপরোয়া নজরদারি, কেন্দ্রকে সুপ্রিম নোটিশ

নয়াদিল্লি: আধার আইন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার এই নোটিশ পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত৷ আধার আইনে সংশোধনীকে সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে৷

বেসরকারি সংস্থাগুলি কেন পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য ব্যবহার করবে? এই মর্মে মামলা দায়ের করেন এক প্রাক্তন সেনাকর্তা৷ মামলাকারীর অভিযোগ, আধার আইনে ২০১৯ সালের সংশোধনী সুপ্রিম কোর্টের আধার রায়কে লঙ্ঘন করা হয়েছে৷ ওই মামলার ভিত্তিতে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ৷

সাধারন ব্যবহারকারীদের ব্যক্তিগত যাবতীয় তথ্য সংক্রান্ত আইনে সাহায্যে বেসরকারি সংস্থাগুলির ঘুর পথে ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছেন মামলাকারী৷ ওই প্রাক্তন সেনা কর্তার অভিযোগ, এর ফলে নাগরিকদের ওপর বেসরকারি সংস্থাগুলি নজরদারি চালাতে পারে৷ আধার আইনে সংশোধনী তে নাগরিকদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই আবেদনকারী৷ সেই কারণে কেন্দ্রের পাশাপাশি আধার যাচাই প্রক্রিয়া সঙ্গে যুক্ত সংস্থার নোটিশ পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =