রায়পুর: কিছুদিন আগে উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বেপরোয়া গাড়ি এসে দিয়েছিলো বেশ কয়েকজন কৃষককে। এবার সেই একই রকম ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটল ছত্তিশগড়ে। সেখানে এক ধর্মীয় মিছিলে বেশ কয়েকজনকে পিষে দিল বেপরোয়া গাড়ি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যা দেখলে বিশ্বাস করা কঠিন হবে।
ছত্রিশগড়ের যশপুরে একটি ধর্মীয় মিছিল চলছিল। সেই মিছিল চলাকালীন হঠাৎ একটি কালো রঙের গাড়ি হামলা করে বলে অভিযোগ উঠেছে। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, মিছিলের মধ্যে হঠাৎ ঢুকে পড়ে ওই গাড়ি এবং বেপরোয়াভাবে পিষে দিয়ে চলে যায় প্রায় ২০ জনকে! শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের এবং কমপক্ষে ১০ জন গুরুতরভাবে আহত। এই ঘটনা যে গাড়ির জন্য ঘটেছে সেই গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এবং একই সঙ্গে থানা ঘেরাও করা হয়েছে বলে খবর। যদিও জানা গিয়েছে যে অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা এলাকা। দাউদাউ করে জ্বলছে ওই ঘাতক গাড়ি। পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই কারণ কিছুদিন আগেই লখিমপুরের ঘটনা ঘটেছে। তাই মানুষের মধ্যে যে ক্ষোভ আরো বেশি বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।