পাকিস্তানে বন্দি ছেলে, দেশে দাঁড়িয়ে কী বললেন অভিনন্দনের বাবা?

নয়াদিল্লি: পাকিস্তানে বন্দি ছেলে৷ তবুও, ভেঙে পড়েননি বাবা৷ উল্টে ছেলের জন্য গর্ব অনুভব হচ্ছে বলে সাফ জানিয়ে দিলেন অভিনন্দনের বাবা৷ সংবাদ মাধ্যমে আটক পাইলটের বাবার মন্তব্য, ‘ছেলের জন্য গর্ব হচ্ছে৷ অভিনন্দনের জোশ দেখে অভিভূত আমি৷’’ ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের বাবাও প্রাক্তন বায়ুসেনা অফিসার।ল অবসরপ্রাপ্ত এয়ার মার্শল আশাবাদী যে তাঁর ছেলে নিরাপদে এবং সুরক্ষিতভাবেই

8bcec2ef1a77b87ec8c68b1119cdc567

পাকিস্তানে বন্দি ছেলে, দেশে দাঁড়িয়ে কী বললেন অভিনন্দনের বাবা?

নয়াদিল্লি: পাকিস্তানে বন্দি ছেলে৷ তবুও, ভেঙে পড়েননি বাবা৷ উল্টে ছেলের জন্য গর্ব অনুভব হচ্ছে বলে সাফ জানিয়ে দিলেন অভিনন্দনের বাবা৷ সংবাদ মাধ্যমে আটক পাইলটের বাবার মন্তব্য, ‘ছেলের জন্য গর্ব হচ্ছে৷ অভিনন্দনের জোশ দেখে অভিভূত আমি৷’’

ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের বাবাও প্রাক্তন বায়ুসেনা অফিসার।ল অবসরপ্রাপ্ত এয়ার মার্শল আশাবাদী যে তাঁর ছেলে নিরাপদে এবং সুরক্ষিতভাবেই ফিরে আসবেন। পাকিস্তান সংযত আচরণ দেখাবে বলেই আশাবাদী তিনি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক যুদ্ধ বিমানের পিছু নিতে গিয়ে পাকিস্তানে আকাশসীমায় ঢুকে পড়েন অভিনন্দন৷ পরে, তাঁর বিমান ধ্বংস করা হয়৷ পরিস্থিতি বেগতিক বুঝে মাটিতে লাফিয়ে পড়েন তিনি৷ গোটা ঘটনাটি স্থানীয় পাকিস্তানিদের নজরে আসে৷ অভিনন্দনকে জেরাও করেন স্থানীয়রা৷ হামলাও করা হয়৷ কিন্তু, স্থানীয়দের হাত থেকে নিজেকে রক্ষাও করেন তিনি৷ চালান গুলি৷ ভারতীয় পাইলটের জোশ দেখে আপ্লুত হয় পাক প্রশাসনের কর্তারা৷ পরে, তাঁকে বন্দি করা হয়৷ প্রশাসনের তরফেও তাঁকে হেনস্তা ও আক্রমণ করা হয়৷

অভিনন্দনকে মুক্তি দিতে ইতিমধ্যেই উদ্যোগ শুরু করেছে ভারত৷ জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ভারতীয় বাসুয়েনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেব পাকিস্তান৷ সূত্রে খবর, বুধবার রাতে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেয়োর সঙ্গে প্রায় আধঘণ্টা ফোনে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যুদ্ধ না-চাইলে পাকিস্তানকে অবিলম্বে জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে পম্পেয়োর কাছে স্পষ্ট করে দিয়েছেন ডোভাল৷ ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার বিষয়েও কথা হয় তাঁদের৷

ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন ভর্তমানের দ্রুত ও নিরাপদে ফেরানোর দাবি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সন্ধ্যায় ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বক্তব্য স্পষ্টভাবে জানাল কেন্দ্র। একইসঙ্গে বিনা প্ররোচনায় পাকিস্তানের আগ্রাসী মনোভাবেরও তীব্র নিন্দা করা হয়েছে। বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনীর শিবির লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি বায়ুসেনা। যদিও পাকিস্তান দাবি করেছে, ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই পদক্ষেপ নেওয়া হয়নি। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে অসামরিক এলাকায় অভিযান হয়েছে। আত্মরক্ষার্থে নিজেদের ক্ষমতা জাহির করাই ছিল এই হামলার লক্ষ্য।

মিগ-২১-এর চালক অভিনন্দন ভর্তমানকে নিয়ে একাধিক ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। প্রথম ৪৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, চোখ এবং হাত বাঁধা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি দাবি করছেন, তিনি ভারতীয় বায়ুসেনার অফিসার। তাঁর সার্ভিস নম্বর ২৭৯৮১। পাকিস্তানের দাবি, এই মিগ চালকের নাম অভিনন্দন ভর্তমান। তিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। ২০১৫ সালের ১৬ ডিসেম্বর তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। এই ভিডিও নিয়ে প্রবল সমালোচনা শুরু হওয়ায় ফের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে চায়ের পেয়ালা হাতে বসে আছেন অভিনন্দন। তাঁর চোখ-মুখ ফুলে গিয়েছে। চায়ে চুমুক দিতে দিতে তিনি পাকিস্তানি সেনার আতিথেয়তার প্রশংসা করেন। একইসঙ্গে জানান, তিনি দক্ষিণ ভারতের বাসিন্দা এবং বিবাহিত। পাকিস্তানি সেনাবাহিনীর আধিকারিকরা তাঁর খুব যত্ন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *