অমৃতসর: দীর্ঘ সময়ের জল্পনা ভঙ্গ করে কংগ্রেসের সঙ্গে নিজের যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি এবং ইতিমধ্যেই দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। দল ত্যাগ করে নিজের নতুন দল বানিয়েছে ক্যাপ্টেন। সেই দলের নাম ‘পঞ্জাব লোক কংগ্রেসে’।
বহু সময় ধরেই তাঁকে নিয়ে জল্পনা বহাল ছিল। দলের সঙ্গে দূরত্ব অনেকদিন ধরেই তৈরি হয়েছিল। পরে মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পর বিভেদ আরও বেড়ে যায়। তারপর থেকেই খবর ছড়িয়েছিল যে ক্যাপ্টেন দল ছাড়ছেন। মাঝে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেন তিনি, তখন আবার মনে করা হচ্ছিল যে তিনি বিজেপিতেই যেতে চলেছেন। যেটা হলে বড় ধাক্কা হত হাত শিবিরে। কিন্তু সমস্ত জল্পনার ইতি টেনে ক্যাপ্টেন নিজের নতুন দল ঘোষণা করলেন, আর বললেন, পিছনে ফিরে তাকানোর সময় নেই। উল্লেখ্য, পঞ্জাব কংগ্রেসের অন্যতম বড় মুখ ছিলেন তিনি। কিন্তু নভজ্যোত সিং সিধুর কংগ্রেসে প্রবেশের পর থেকেই দুই নেতার মধ্যে চরম বিবাদ শুরু হয়। পরে তা অনেক দূর পর্যন্ত গড়ায়। অবশেষে দল ছেড়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।
আগেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ‘কংগ্রেস’ শব্দটি মুছে ফেলেছিলেন তিনি। সকলেই মনে করছিল যে তিনি এবার বিজেপিতেই যাবেন। কিন্তু এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন যে, বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি ঠিকই তবে আগামী দিনে কংগ্রেসের সঙ্গেও আর থাকতে চান না। মূলত মুখ্যমন্ত্রী পদ হারানোর পরেই তিনি দলের প্রতি ক্ষোভ বাড়াতে শুরু করেন। তাঁকে অপমান করা হয়েছে এবং পদ থেকে সরানো হয়েছে বলেও সরব হয়েছিলেন ক্যাপ্টেন। অন্যদিকে, নভজ্যাত সিধুকে নিয়ে যে তাঁর সমস্যা ছিল তা সকলেরই জানা।