‘দিনের আলোয় রাস্তায় বেরোনো মুশকিল’, ত্রিপুরায় আক্রমণাত্মক অভিষেক

‘দিনের আলোয় রাস্তায় বেরোনো মুশকিল’, ত্রিপুরায় আক্রমণাত্মক অভিষেক

আগরতলা: সায়নী ঘোষের গ্রেফতারের ঘটনার পর ইতিমধ্যেই উত্তপ্ত ত্রিপুরা। সেখানে আবার তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে। এরই মধ্যে রাজ্যে গিয়ে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিক বৈঠক করে তিনি চরম আক্রমণ করলেন বিপ্লব দেব সরকারকে। বললেন, ত্রিপুরায় এমন নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিজেপি এতটাই সন্ত্রাস চালাচ্ছে যে দিনের আলোয় রাস্তায় বেরোনো মুশকিল। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নির্লজ্জ বলে কটাক্ষ করেন তিনি।

এদিন ত্রিপুরায় পৌঁছে সাংবাদিক বৈঠক করে অভিষেক বক্তব্য রেখে বলেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে সেই পরিস্থিতিতে দিনের আলোতেও রাস্তায় লোক বের হতে পারছে না। এমন নৈরাজ্য এবং এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে গোটা রাজ্য জুড়ে যে গোটা দেশ এই জিনিস এর আগে কখনো দেখেনি। অভিষেক বলছেন, যে রাজনৈতিক দল কথায় কথায় অন্য রাজনৈতিক দলের ভুল ধরতে আগ্রহ দেখায়, সেই রাজনৈতিক দলের নেতৃত্বাধীন রাজ্য সরকার সহিংস দমন-পীড়নের ঘটনায় প্রতিদিন নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিচ্ছে। এই প্রসঙ্গে সাংসদ দাবি করেন, এর আগে রাজনৈতিক কর্মসূচিতে দেশের একাধিক জায়গায় বা রাজ্যে তারা গিয়েছেন কিন্তু এই ধরনের পরিস্থিতি কোথাও দেখেননি। এই প্রসঙ্গে অভিষেকের প্রশ্ন, আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের এই অবস্থা হলে বাকিদের নিরাপত্তা কোথায়। তিনি এই প্রশ্ন তুলেছেন কারণ তিনি জানাচ্ছেন যে ত্রিপুরায় এক দিনে দুবার থানায় আক্রমণ হয়েছে।

গোটা ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একহাত নিয়ে অভিষেকের বক্তব্য যে তিনি নির্লজ্জ হয়ে গেছেন। তার ইন্ধনে হেলমেট পরে গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে। কারুর মাথায় আঘাত করা হয়েছে আবার কারুর কোমরে, সংবাদমাধ্যমকেও ছাড়া হয়নি বলে জানিয়েছেন অভিষেক। এমনকি তাঁর এও বক্তব্য যে, থানার ভেতর ঢুকে আক্রমণ করা হলেও পুলিশ নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =