‘অলৌকিকের’ আশায় ক্যানসার আক্রান্ত শিশুকে গঙ্গায় ডুবিয়ে মারল বাবা-মা, ভিডিয়ো দেখে বুক কাঁপবে

‘অলৌকিকের’ আশায় ক্যানসার আক্রান্ত শিশুকে গঙ্গায় ডুবিয়ে মারল বাবা-মা, ভিডিয়ো দেখে বুক কাঁপবে

son

কলকাতা: শুধুমাত্র কুসংস্কার-অন্ধবিশ্বাসের বলি সাত বছরের ক্যানসার আক্রান্ত শিশু। ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুটিকে রোগের হাত থেকে মুক্তি দিতে বার বার গঙ্গায় ডুবিয়ে তাকে হত্যা করল বাবা-মা ও মাসি ৷ বুধবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হরিদ্বারের ‘হর কি পৌড়ি’ ঘাট৷ 

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটি দিল্লির বাসিন্দা। ছোটবেলা থেকেই ব্লাড ক্যানসার আক্রান্ত ছিল সে। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে ‘অলৌকিক’ উপায়ে সারিয়ে তোলার জন্য হরিদ্বারে নিয়ে আসে তার পরিবার৷ এর পর তাকে হর কি পৌড়ি ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গঙ্গার জলে ডুবিয়ে রাখে তার বাবা-মা ও মাসি৷ বারবার ডুব দেওয়ানোর ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশুটির৷ কিছু মানুষ এগিয়ে এসে বাচ্চাটিকে তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে পাড়ে নিয়ে আসে৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷ পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা গিয়েছে শিশুটির মৃতদেহের পাশে বসে রয়েছেন তার মা। ওই মহিলাকে হাসতে হাসতে বলেন, ‘‘এ বার আমার সন্তান উঠে দাঁড়াবে। আমি জানি ও ঠিক উঠবেই৷ ’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =