India
নয়াদিল্লি: খালিস্তানী জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দাবি করেছিলেন, সেই খুনে ভারতীয় এজেন্টের হাত আছে। এই দাবি অস্বীকার করে ভারত কানাডার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। যদিও নিজের দাবিতে এতদিন অনড় ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। কিন্তু এবার নিজের অবস্থান থেকে সরে এলেন তিনি। বরং ভারত সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে শোনা গেল তাঁকে।
বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসাবে ভারত আত্মপ্রকাশ করেছে! সম্প্রতি নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্কের পক্ষে সওয়াল করে এমন মন্তব্য করতেই শোনা গিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন উদীয়মান শক্তি। কানাডা চায় ভারতের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। ভারতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন তিনি তার দেড় সপ্তাহের মধ্যেই ভোল বদল করে ফেললেন কানাডার প্রধানমন্ত্রী। এই নিয়ে এখন আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি আলোচনা শুরু হয়েছে।
কানাডার পার্লামেন্টের জরুরি অধিবেশনে গত ১৮ সেপ্টেম্বর ট্রুডো অভিযোগ করেছিলেন, সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান নিজ্জরকে গুরুদ্বার চত্বরের মধ্যেই গুলি করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তে ভারতের গুপ্তচর সংস্থার ভূমিকা ছিল। পাশাপাশি দাবি করেন, বিষয়টি নিয়ে জি২০ শীর্ষ সম্মেলন চলাকালীন তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কথা হয়েছে।