কর্ণটকে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? জল্পনা বাড়াল বিজেপি

কর্ণাটক : কর্ণাটকে কী রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে? স্পিকার কি সিদ্ধান্ত নেন, তা নিয়ে জারি হয়েছে ধোঁয়াশা৷ ১৬ জন বিদ্রোহী বিধায়কের পদত্যাগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার৷ বিজেপির মুখপাত্র জি মধুসূদন জানান, স্পিকার যদি আরও অনেক সময় নেন, তবে রাজ্যপাল রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করতে পারেন তাঁরা৷ এই অবস্থায় সরকার গড়ার দাবি জানাবে না

c59c826bab482540d22774731e7da071

কর্ণটকে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? জল্পনা বাড়াল বিজেপি

কর্ণাটক : কর্ণাটকে কী রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে? স্পিকার কি সিদ্ধান্ত নেন, তা নিয়ে জারি হয়েছে ধোঁয়াশা৷ ১৬ জন বিদ্রোহী বিধায়কের পদত্যাগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার৷

বিজেপির মুখপাত্র জি মধুসূদন জানান, স্পিকার যদি আরও অনেক সময় নেন, তবে রাজ্যপাল রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করতে পারেন তাঁরা৷ এই অবস্থায় সরকার গড়ার দাবি জানাবে না বিজেপি৷ যদি তাঁদের পদত্যাগ গৃহীত না হয়, তাহলে বিধানসভার সদস্য সংখ্যা হবে ২২৫৷ গরিষ্ঠতার জন্য তখন দরকার হবে ১১৩ জনের সমর্থন৷ বিজেপির হাতে রয়েছে ১০৭ জন বিধায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *