টাকা কি করোনার বাহক? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইল ব্যবসায়ী সংগঠন

টাকা কি করোনার বাহক? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইল ব্যবসায়ী সংগঠন

নয়াদিল্লি: টাকা থেকেও কি ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ? সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. বর্ষবর্ধনের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)৷ টাকা মারণ করোনাভাইরাসের বাহক হতে পারে কিনা, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদনও জানায় এই ব্যাবসায়ী সংগঠন৷ 

কিছু দিন আগে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছিল, টাকার মধ্যে থেকেও ছড়াতে পারে করোনা৷ এর পরই এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চায় সিএআইটি৷ তারা জানতে চায়, ‘‘যদি টাকা থেকে করোনাভাইরাস ছড়ায়, তাহলে তা প্রতিরোধের উপায় কি। এই বিষয়ে সঠিক পরামর্শ দিক সরকার৷ যাতে শুধু ব্যবসায়ীরাই নয়, টাকার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে দেশের সমস্ত নাগরিক৷’’

সিএআইটি-এর জাতীয় সভাপতি বিসি ভারটিয়া ও সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল বলেন, টাকার মাধ্যমে যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, সে বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ শুধু করোনা ভাইরাসই নয়, টাকার মাধ্যমে অন্যান্য ভাইরাসও ছড়াতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ এই প্রসঙ্গে তিনটি রিপোর্টও তুলে ধরে সিএআইটি৷  
গবেষকরা বলছেন, টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷ টাকা এক হাত থেকে অন্য হাতে যায়। অনেকেই আবার মুখের থুথু দিয়ে টাকা গুণে থাকে। সেক্ষেত্রে করোনাভাইরাসের বড় বাহক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে টাকার। করোনা আতঙ্কে এই বিষয়ে কেন্দ্রকে একটি চিঠিও পাঠিয়েছে সিএআইটি৷ এই চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে সংবাদমাধ্যমে প্রকাশিত তিনটি প্রতিবেদন৷ 

এই সংগঠন জানাচ্ছে, ২০১৫ সালে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনির্ভাসিটি একটি সমীক্ষা চালায়৷ যেখানে ৯৬টি নোট ও ৪৮টি কয়েন নিয়ে গবেষণা করা হয়। গবেষণায় প্রতিটি নোট ও প্রতিটি কয়েনে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের উপস্থিতি মেলে৷  

২০১৬ সালে তামিলনাড়ুতে অপর একটি সমীক্ষায় ব্যাংক, বাজার, চিকিৎসক, ছাত্রছাত্রী এবং গৃহবধূদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। ১০০টির মধ্যে ৫৮ টিরও বেশি নোটে ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া পাওয়া যায়। ওই বছর কর্ণাটকে আরও একটি সমীক্ষা হয়৷ সেখানেও টাকায় মেলে ভাইরাসের উপস্থিতি৷  

কিন্তু টাকা ছাড়া ব্যবসা সম্ভব নয়৷ করোনা আবহে টাকা লেনদেন সরাসরি না করে কীভাবে বাণিজ্য চালানো সম্ভব, তা জানতে চেয়েছে সিএআইটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *