একসঙ্গে ১৭ লক্ষ টাকার ক্যাডবেরি চুরি! গোটা গুদাম লুট করল চোর

একসঙ্গে ১৭ লক্ষ টাকার ক্যাডবেরি চুরি! গোটা গুদাম লুট করল চোর

adc0b59f92c81dcf7b1e39a64b64cbfb

লখনউ: কয়েক ঘন্টার চেষ্টায় আস্ত একটা ক্যাডবেরির গোডাউন ফাঁকা করল চোর। কয়েক ঘণ্টার অপারেশনে চুরি হল প্রায় ১৭ লক্ষ টাকার ক্যাডবেরি চকোলেট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মঙ্গলবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের অদূরে চিনহাট থানা এলাকার অবস্থিত একটি ক্যাডবেরির গুদামে। স্থানীয় সূত্রে খবর ওই গুদামে মজুদ রাখা ছিল লক্ষ লক্ষ টাকা ক্যাডবেরি চকলেটের বার। চোরেরা সেই সমস্ত চকলেট লুট করে গোটা গুদামটাই ফাঁকা করে দিয়ে পালিয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই গুদামটি দেখাশোনা দায়িত্বে ছিলেন সিধু নামের এক ব্যবসায়ী। সোমবার বিকেলেই ওই গুদামে কয়েক লক্ষ টাকার ক্যাডবেরি ট্রাক ভর্তি করে নিয়ে এসে মজুদ করেন তিনি। গোডাউনের পাশেই তাঁর বাড়ি। মঙ্গলবার সকালে ওই ব্যবসায়ীর প্রতিবেশী হঠাৎ দেখেন গুদামের দরজা খোলা এবং তার মধ্যে একটা ক্যাডবেরির একটাও বাক্স নেই। সমস্ত দরজার তালা গুলি ভাঙ্গা অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি ওই গুদামে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলোও চোরেরা খুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে বিষয়টি ডিস্ট্রিবিউটারকে জানান এবং তখনই প্রকাশ্যে আসে চোরেরা রাতের অন্ধকারে প্রায় ১৭ লক্ষ টাকার ক্যাডবেরি চুরি করে পালিয়েছে।

 জানা যাচ্ছে ইতিমধ্যেই ওই ব্যবসায়ী চুরির এফআইআর দায়ের করেছেন।  পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান একজনের পক্ষে কয়েক ঘন্টায় এত বড় অপারেশন চালানো সম্ভব নয়। এর পিছনে বড় কোন গোষ্ঠীর হাত রয়েছে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। এছাড়াও চোরেদের কাছে ওই গুদামে চকলেট মজুদ করার খবরও ছিল বলেও প্রাথমিক অনুমান পুলিশের।

তবে ওই গুদামের সিসিটিভি ফুটেজ না থাকার কারণে বেশ অসুবিধায় পড়েছেন পুলিশ আধিকারিকরা। আপাতত আশেপাশের এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই চুরির ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তারা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে চুরি যাওয়া ক্যাডবেরি উদ্ধারের কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *