যে কোনও মূল্যে সিএএ হবে, এবার হুঁশিয়ারি মোদির

যে কোনও মূল্যে সিএএ হবে, এবার হুঁশিয়ারি মোদির

বারানসী:  সিএএ বিরোধিতায় সারা দেশ উত্তাল। দেশের প্রতিটি কোনায় জ্বলছে বিক্ষোভের আগুন। এই পরিস্থিতি পর পর দুটি বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। কিন্তু তারপরেও বারানসীতে একটি অনুষ্ঠানে গিয়ে মোদি বললেন, যে কোনও মূল্যে দেশে সিএএ চালু করা হবে। পরিস্থিতির চাপে পড়ে তিনি কোনওভাবেই পিছু হটবেন না। বারাণসীর এক জনসভা থেকে তিনি বলেন, দীর্ঘ বছরের পরিশ্রমের ফসল নাগরিকত্ব আইন ও ৩৭০ ধারা বিলোপ। এই দুই সিদ্ধান্ত দেশের জন্য অত্যন্ত জরুরি। কোনোভাবেই এই দুই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না দেশের স্বার্থে। 
একদিনের সফরে বারাণসী যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন আরএসএস ভাবাদর্শী দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তির উন্মোচন করলেন তিনি। প্রায় এক বছর ধরে ২০০ জন শিল্পী এই মূর্তি নির্মাণ করেন। এই মূর্তি উন্মোচনের সঙ্গে প্রধানমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারের আবরণ উন্মোচন করেন মোদি। সূচনা করলেন কাশী মহাকাল এক্সপ্রেসের যাত্রারও। এই ট্রেনটি বারাণসী, উজ্জ্বয়িনী ও ওংকারেশ্বরের মতো ৩টি তীর্থস্থানকে যুক্ত করবে। বারাণসী কেন্দ্র ঘুরে দেখার সময় উদ্বোধন করবেন ৪৩০টি শয্যাসম্পন্ন একটি সুপার স্পেশালিটি হাসপাতালের। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মানসিক হাসপাতালেরও উদ্বোধন করবেন তিনি।

বারাণসীর জনসভা থেকে সিএএ আন্দোলনকারীদের পাশে থাকার জন্য বিরোধীদের একহাতও নেন মোদি। তিনি বলেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্যই আন্দোলনকারীদের সমর্থন করছে বিরোধীরা। তবে শুধুমাত্র দিল্লি, কলকাতা বা রাজস্থান নয়, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গর্জে উঠেছে আট থেকে আশি। স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারাও। এই আন্দোলনকে সমর্থন করে পঞ্জাব, কেরল, রাজস্থান, পশ্চিমবঙ্গ বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। এখন দেখার এই আইনকে প্রণয়ন করতে গিয়ে প্রধানমন্ত্রী কোন ম্যাজিক দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *