৯ হাজার কোটি টাকা জরিমানার মুখে ‘বাইজুস’! কী এমন ঘটল

৯ হাজার কোটি টাকা জরিমানার মুখে ‘বাইজুস’! কী এমন ঘটল

Byju’s

নয়াদিল্লি: আইন ভাঙার অভিযোগ আর তার জন্য বিপুল অর্থের জরিমানার মুখে পড়ল ‘বাইজুস’ সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের ৯ হাজার কোটি টাকা জরিমানা করেছে বলে জানা গিয়েছে! সূত্রের খবর, বেঙ্গালুরুর এই সংস্থাকে ইতিমধ্যেই জরিমানার নোটিস পাঠানোর হয়েছে ইডির তরফে, তবে সংস্থা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। 

বিদেশি তহবিল আইন লঙ্ঘন করার জন্য ‘বাইজুস’কে এত বড় অঙ্কের জরিমানা করা হয়েছে বলেই জানা গিয়েছে। আসলে ইডি জানিয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল এই সংস্থা। এই একই সময়ের মধ্যে ৯ হাজার কোটি টাকার বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের টাকা পাঠায়েওছিল এই সংস্থা। এই প্রেক্ষিতেই বিদেশি তহবিল আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ‘বাইজুস’-এর বিরুদ্ধে। এমনও দাবি করা হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষ থেকে বাইজুসের তরফে কোনও আর্থিক বিবৃতি দেওয়া হয়নি। তাতেই আরও বাড়ছে সন্দেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nine =