নজরে চিন! প্রতিরক্ষায় শক্তি বাড়াতে ৮৭২২.৩৮ কোটি টাকার অনুমোদন কেন্দ্রের

ভারতের প্রতিরক্ষা বিভাগের জন্য সুখবর। ডিফেন্স অ্যাকিউসিশন কাউন্সিল মঙ্গলবার ৮,৭২২.৩৮ কোটি টাকার প্রতিরক্ষার সরঞ্জাম কেনার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তের জেরে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা আরও বেড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। 

নয়াদিল্লি:   ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে সুখবর। ডিফেন্স অ্যাকিউসিশন কাউন্সিল মঙ্গলবার ৮,৭২২.৩৮ কোটি টাকার প্রতিরক্ষার সরঞ্জাম কেনার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তের জেরে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা আরও বেড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। 

আরও পড়ুন- আরও সঙ্কটজনক প্রণব মুখোপাধ্যায়, ভেন্টিলেটরে রাখা হয়েছে তাঁকে

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুত ১০৬টি বেসিক ট্রেনার বিমান কেনা হবে। এটা বায়ুসেনার অধীনে থাকবে। এই ১০৬টি বেসিক ট্রেনার বিমান হিন্দুস্থান এরোনিউটিকস লিমিটেডের থেকে কেনাপ অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৭০টি বেসিক ট্রেনার বিমান তৈরি করবে এইচএএল। পরে আরও ৩৬টি বিমান পরে পাওয়া যাবে।  ভারতীয় নৌবাহিনীর শক্তিকে আরও বাড়াতে ডিএসি ব়্যাপিড গান মাউন্টের আরও উন্নত প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছে। এই সুপার ব়্যাপিড গান মাউন্ড নৌসেনাদের পাশাপাশি উপকূল রক্ষীদেরও কাজে আসবে বলে জানা গিয়েছে। এই উন্নত সংস্করণটি মিশাইল বা ফাস্ট অ্যাটাক্ট ক্রাফ্টের মতো কাজ করবে বলে জানা গিয়েছে। 

ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই অনুমোদন দেওয়া হয়েছে। সমস্ত অর্থ ভারতীয় সংস্থার কাছ থেকে কেনা হবে। এটা আত্মনির্ভরশীল ভারতের একটা অংশ বলেও মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =