ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ‘মহারাজা’র সফর! আকাশে পথে একমাত্র যাত্রী

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ‘মহারাজা’র সফর! আকাশে পথে একমাত্র যাত্রী

অমৃতসর: ফের বিশাল বিমানে একাই সওয়ার এক ব্যক্তি। এবার অমৃতসর থেকে দুবাই৷ এয়ার ইন্ডিয়ার বিমানে (AI-929) একাই উড়ে গেলেন এসপি সিং ওবেরয়৷ এই অবিশ্বাস্য ঘটনা অবশ্য প্রথম নয়৷ এর আগে গত ১৯ মে ১৮ হাজার টিকিট কেটে ৪০ বছরের ভবেশ জাভরি এমন বিমান যাত্রার আনন্দ উপভোগ করেন৷ সেদিনও মাত্র এক জন যাত্রী নিয়েই এমিরেটসের একটি বিমান মুম্বই থেকে দুবাই উড়ে গিয়েছিল৷ করোনা পরিস্থিতিতে যাত্রী অপ্রতুলতার কারণে ৩৬০ আসনের বোয়িং-৭৭৭-এর মতো বিশাল বিমানেও সেদিন একাই সফর করেছিলেন ভবেশ৷

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ভারতের যে শোচনীয় অবস্থা হয়েছিল, তা এখন অনেকটাই অতীত৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় এখন অনেকটাই কমে যাওয়ায় ধীরে ধীরে হলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ৷ দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও জোরালো আশঙ্কা রয়েছে৷ এই অবস্থায় আন্তর্জাতিক উড়ান চলাচল এখনও স্বাভাবিক হয়নি৷ তার মধ্যেই আরও একবার সামনে এল অবাক করা ঘটনা৷ গত বুধবার এয়ার ইন্ডিয়ার দুবাইগামী বিমানে ‘মহারাজা’র মতোই অমৃতসর থেকে দুবাই গেলেন এসপি সিং ওবেরয়৷

একমাত্র যাত্রী এসপি সিং ওবেরয়কে নিয়ে বুধবার ভোর ৪টে নাগাদ অমৃতসর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যায় বিমানটি৷ বিমানে যাত্রী হিসেবে শুধুমাত্র নিজেকে দেখে চমকেই উঠেছিলেন এসপি সিং ৷ তাঁর কথায়, বিমানে ওড়ার সময় নিজেকে কোনও দেশের রাজা বলে মনে হচ্ছিল ৷ তিন ঘণ্টার সফরে পুরো বিমানটাই তাঁর কাছে প্রাইভেট জেটের মতো ছিল৷ কেবিন ক্রুরা তাঁর সঙ্গে ছবিও তোলেন ৷ এসপি সিং জানিয়েছেন, পুরো যাত্রাটাই একটা দারুণ অভিজ্ঞতা৷ উল্লেখ্য, এসপি সিংয়ের কাছে দুবাইয়ের ১০ বছরের গোল্ডেন ভিসা থাকার জন্যই তাঁকে বিমানযাত্রার অনুমতি দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =