উড়ালপুল থেকে নর্দমায় পড়ল বাস, ২৯ যাত্রীর মৃত্যু

আগ্রা: যোগীর রাজ্যে ফের বড়সড় বাস দুর্ঘটনা৷ যমুনা এক্সপ্রেসওয়ের উড়ালপুর থেকে নর্দমায় আছড়ে পড়ল যাত্রীবাহী বাস৷ মর্মান্তিক বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জন বাস যাত্রীর৷ জখম বহু৷ ২০ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নর্দমা থেকে বাস তোলার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন৷ #UPDATE 29 persons dead after a bus

উড়ালপুল থেকে নর্দমায় পড়ল বাস, ২৯ যাত্রীর মৃত্যু

আগ্রা: যোগীর রাজ্যে ফের বড়সড় বাস দুর্ঘটনা৷ যমুনা এক্সপ্রেসওয়ের উড়ালপুর থেকে নর্দমায় আছড়ে পড়ল যাত্রীবাহী বাস৷ মর্মান্তিক বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জন বাস যাত্রীর৷ জখম বহু৷ ২০ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নর্দমা থেকে বাস তোলার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন৷

জানা গিয়েছে, লখনউ থেকে দিল্লির রওনা হয় বাসটি৷ যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১৫ ফুট নীচে একটি নর্দমায় পড়ে যায়৷ স্থানীয়রা পুলিশকে খবর দিলে শুরু করেন উদ্ধারকাজ৷ ছ’লেনের এক্সপ্রেসওয়েতে কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ মনে করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে৷ শুরু হয়েছে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =