শিলং: মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো মেঘালয়ে। গতকাল মধ্যরাতে যাত্রীবোঝাই বাস সেতুর উপর থেকে পড়ে গেল সরাসরি নদীতে! ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার সময় বাসে কমপক্ষে ২১ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। গতি বেশি থাকার কারণে চালক বাস নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এই দুর্ঘটনা, এমনই অনুমান।
আরও পড়ুন- বুথে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার! কমিশনে গেল বিজেপি
জানা গিয়েছে, গতকাল রাত বারোটার কিছু পর নোংচ্রাম সেতুর উপর দিয়ে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই বাস। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নিচের রিংডি নদীর উপর পড়ে যায় সেটি। গতি অত্যন্ত বেশি থাকায় বাসের চালক একেবারেই নিয়ন্ত্রণ করতে পারেননি বাসটি। তাই সেতুর একটি রেলিংয়ের ধাক্কা মেরে সোজা নিচের নদীতে পড়ে যায় সেটি। শেষ পাওয়া খবরে অনুযায়ী, ৬ জন যাত্রীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে চারজনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মৃতদেহ বাসের মধ্যেই আটকে রয়েছে বলে খবর। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে মৃত ৬ জনের মধ্যে ১ জন বাসের চালক। বাকি সবাই যাত্রী।