২৭ বছরের কর্মজীবনে নেননি একটিও ছুটি! মিলল স্বীকৃতি, পেলেন দেড় কোটি টাকা

২৭ বছরের কর্মজীবনে নেননি একটিও ছুটি! মিলল স্বীকৃতি, পেলেন দেড় কোটি টাকা

নয়াদিল্লি: কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে৷ কেউ যদি নিজের দায়িত্বে-কর্তব্যে অবিচল থাকে, তাহলে তার ফল নিশ্চিত মেলে৷ সেটাই আরও একবার প্রমাণ করলেন বেসরকারি সংস্থার এই কর্মী৷ দেখিয়ে দিলেন কাজের প্রতি কতটা সৎ তিনি৷ তাই তো দীর্ঘ ২৭ বছরে একটা দিনও ছুটি নেননি তিনি৷ পেলেন তারই স্বীকৃতি৷ এত দিনের পরিশ্রমের মূল্য হিসাবে মিলল দেড় কোটি টাকা৷ 

আরও পড়ুন- বিয়ে করে ভগবত মান এ বার বরিস-ট্রাম্প-ম্যাক্রোঁদের দলে, জানেন কীভাবে?

সোশ্যাল মিডিয়ায় তাঁর পুরস্কার প্রাপ্তির সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @mymixtapez নামের একটি টুইটার প্রোফাইল থেকে৷ সেখানে দেখা গিয়েছে, একটি ব্যাগের ভিতর থেকে একের পর এক জিনিস বার করে চলেছেন বেসরকারি ফুড চেন সংস্থার কর্মী কেভিন ফোর্ড৷ সখানে রয়েছে পেন, চকোলেট, মেমেন্টো, সিনেমার টিকিট সহ আরও নানা ছোটখাটো উপহার৷ কিছু দিয়েছে তাঁর সংস্থা আর বাকিটা তাঁর সহকর্মীরা। গত ২৭ বছরের কর্মজীবনে একটা দিনের জন্যেও ছুটি নেননি তিনি। এমনকী, তিনি সপ্তাহান্তের ছুটিটাও নিতেন না। কাজের প্রতি তাঁর এই ভালবাসা ও নিষ্ঠা দেখে মুগ্ধ কর্তৃপক্ষও। সেই কারণেই উপহারের ডালি সাজিয়ে তুলে দেওয়া হয় কেভিনের হাতে। কিন্তু, সবথেকে বড় উপহার তিনি পেয়েছেন মেয়ের সৌজন্যে। হাতে এসেছে প্রায় দেড় কোটি টাকা। কিন্তু, কী ভাবে?  

জানা গিয়েছে যে, কেভিনের মেয়ে সেরিনা অনলাইনে তাঁর বাবার এই কষ্টের কাহিনি তুলে ধরে অনুদানের জন্য একটি পেজ তৈরি করেন। যেখানে তিনি জানান, কী ভাবে সংসার চালিয়ে ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য তাঁর বাবা দীর্ঘ ২৭ বছর একদিনও ছুটি না নিয়ে কাজ করে গিয়েছেন। বাবার এই অবদানকে স্বীকৃতি জানিয়ে অনুদানের আবেদন করেছিলেন সেরিনা। সেই আবেদনে বিপুল সাড়া মেলে। ইতিমধ্যেই দেড় কোটি টাকারও বেশি অর্থ এসেছে কেভিনের ঝুলিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ঘটনা৷