‘দেবভূমি’তে বুলডোজার অভিযান, ভাঙা হল তিনশোরও বেশি ‘বেআইনি’ মাজার

‘দেবভূমি’তে বুলডোজার অভিযান, ভাঙা হল তিনশোরও বেশি ‘বেআইনি’ মাজার

দেরাদুন: উত্তরপ্রদেশ বুলডোজার অভিযান দেখেছিল, এবার একই জিনিস দেখল উত্তরাখণ্ড। ‘দেবভূমি’তে গুঁড়িয়ে দেওয়া হল তিনশোরও বেশি ‘বেআইনি’ মাজার। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাফ জানিয়ে দিয়েছেন,  দখলদারির বিরুদ্ধে অভিযান চলবে। কোনওভাবেই কাউকে রেয়াত করা হবে না। যদিও একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধেই যে এই অভিযান হচ্ছে তা নিয়ে নিন্দা করেছে বিরোধী পক্ষ। তাদের বক্তব্য, মাজারগুলিকে এতদিনে বৈধতা দেওয়া উচিত ছিল সরকারের। কিন্তু তারা দেয়নি।  

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩৩০টিরও বেশি ‘অবৈধ’ মাজার এবং একই ধরনের ধর্মস্থান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি, ওই মাজারগুলি সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল। তাই সেগুলি ভেঙে দেওয়া সঠিক সিদ্ধান্ত। প্রশাসন এও দাবি করেছে, গত তিনমাসে মোট যতগুলি বেআইনি মাজার ভেঙে দেওয়া হয়েছে, তার মধ্যে ৩২৫টি মাজার ছিল জঙ্গল এলাকায়। এদিকে কংগ্রেসের বক্তব্য, ১৯৮০ সালের আগে তৈরি হয়েছিল ওই মাজারগুলি। তাই সেগুলিকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল সরকারের। কিন্তু বিজেপি শিবির বা রাজ্য সরকার তাদের বক্তব্যকে পাত্তাই দেয়নি। 

উত্তরাখণ্ড সরকার এও জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর আসে, দেবভূমিতে একটি বিশেষ সম্প্রদায়ের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারপরই তারা এই বেআইনি মাজার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করবেট টাইগার রিজার্ভ প্রশাসন ইতিমধ্যেই জঙ্গলের মধ্যে ন’টি মাজার ভেঙে দিয়েছে। সরকার এও দাবি করেছে, মাজারগুলি ভেঙে দেওয়ায় মুক্ত হয়েছে ৯১ হেক্টরের বেশি বনভূমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =