building collapse
লখনউ: সারা রাত ধরে কাজ চলছিল নির্মীয়মাণ বাড়িতে। গতকাল মধ্যরাতে আচমকা সেই বাড়িটি ভেঙে পড়ে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া বহু শ্রমিক চাপা পড়ে আছে ভাঙা অংশের তলায় তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। এই মুহূর্তে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গিয়েছে, নির্মীয়মাণ বহুতলের একাংশে পার্কিং লট তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে আচমকা তার একাংশ ভেঙে পড়ে কিছু শ্রমিক চাপা পড়ে যান। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তবে কাউকে বাঁচানো যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন বলে জানা গিয়েছে। একই সঙ্গে বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বলে অনুমান। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই ধারনা। তবে কী কারণে এখনভাবে ভেঙে পড়ল বাড়ির একাংশ?
প্রাথমিক অনুমান করা হচ্ছিল, ভারী মেশিনের কাজের কারণে কম্পন হয় এবং তার থেকে ভেঙে পড়েছে বাড়ি। কিন্তু উদ্ধারকাজে তদারকি করা এক পুলিশকর্তার বয়ান অনুযায়ী, ভূমিধসের কারণে এই ঘটনা ঘটেছে। এখন আপাতত চাপা পড়ে থাকা শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করার কাজ চলছে।