সাধারণতন্ত্র দিবসে ইন্দিরা জমানার স্মৃতি ফেরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!

সাধারণতন্ত্র দিবসে ইন্দিরা জমানার স্মৃতি ফেরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!

President Murmu

নয়াদিল্লি: ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে ফিরল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি। ৪০ বছর পর দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঘোড়ায় টানা গাড়িতে চেপে উপস্থিত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

শুক্রবার সকালে ঐতিহ্যবাহী জুড়ি গাড়িতে চেপে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি৷ তাঁর সঙ্গে ওই গাড়িতেই ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঐতিহ্য মেনে লাল পোশাক পরিহিত রক্ষী ও চালক তাঁদের মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছে দেন। তাঁর পৌঁছনোর পরই ২১বার তোপ ধ্বনি এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান।

১৯৮৪ সাল পর্যন্ত সাধারণতন্ত্র দিবসে এই জুড়ি গাড়ি ব্যবহার করা হত। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজপথ দিয়ে আর ঘোড়ার গাড়ি ছোটানো হয়নি৷ নিরাপত্তার কথা মাথায় রেখেই ঘোড়ার গাড়ির বদলে চারচাকার গাড়ি চেপে কুচকাওয়াজে আসতেন রাষ্ট্রপতিরা। ১৯৮৪ সালের পর ব্রিটিশ আমলে ভাইসরয়দের ব্যবহৃত সেই জুড়ি গাড়ির ঠাঁই হয়েছিল রাজভবনে। দীর্ঘ বিরতির পর মোদী আমলে ফিরল পুরনো ঐতিহ্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *