#Budget2019: দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণি জন্য কী বরাদ্দ রাখল কেন্দ্র?

নয়াদিল্লি: আজ সংসদে ২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণি এবং বঞ্চিত শ্রেণির জন্য বেশ কিছু প্রস্তাবের কথা জানিয়েছেন৷ দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণি এবং বঞ্চিত শ্রেণির জন্য কী প্রস্তাব দেওয়া হয়েছে? দেশের সম্পদের প্রথম অধিকার গরিব মানুষের : অর্থমন্ত্রী দরিদ্র মানুষের জন্য

472ec419e9e1ad8ee5ae54ced2d3699d

#Budget2019: দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণি জন্য কী বরাদ্দ রাখল কেন্দ্র?

নয়াদিল্লি: আজ সংসদে ২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণি এবং বঞ্চিত শ্রেণির জন্য বেশ কিছু প্রস্তাবের  কথা জানিয়েছেন৷ দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণি এবং বঞ্চিত শ্রেণির জন্য কী প্রস্তাব দেওয়া হয়েছে?

  • দেশের সম্পদের প্রথম অধিকার গরিব মানুষের : অর্থমন্ত্রী
  • দরিদ্র মানুষের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২৫ শতাংশ অতিরিক্ত আসন।
  • শহরাঞ্চল ও গ্রামাঞ্চালের ফারাক মেটাতে এবং গ্রামগুলিতে জীবনযাত্রার মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিমাণ খরচের লক্ষ্যমাত্রা।
  • আগ্রহী সমস্ত পরিবারকে ২০১৯ –এর মার্চ মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান।
  • যাযাবর ও অর্ধ-যাযাবর উপজাতির মানুষকে চিহ্নিত করার জন্য নীতি আয়োগের অধীন এক নতুন কমিটি গঠনের প্রস্তাব।
  • যাযাবর ও অর্ধ-যাযাবর উপজাতির মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য কেন্দ্রীয় সামাজিক ন্যায়-বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের আওতায় নতুন উন্নয়ন পর্ষদ গঠনের প্রস্তাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *