#Budget2019: ‘এক পদ এক পেনশন’ ব্যবস্থায় নয়া প্রস্তাব কেন্দ্রীয় বাজেটে

নয়াদিল্লি: বিরোধীদের হট্টগোলের মধ্যে দিয়েই শুরু হল মোদি সরকারের শেষ বাজেট৷ বাজেট পড়তে শুরু করলেন রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷ তুমুল বিতর্ক উপেক্ষা করেই ইংরেজিতে বক্তব্য রাখতে শুরু করেছেন গোয়েল৷ এদিন বাজেট পেশন করে অস্থায়ী অর্থমন্ত্রী জানান, এক পদ এক পেনশনে ব্যবস্থায় নয়া পদক্ষেপ প্রস্তাব কেন্দ্রীয় বাজেটে৷ এই প্রকল্পে ইতিমধ্যেই ৩৫ হাজার কোটি টাকা

#Budget2019: ‘এক পদ এক পেনশন’ ব্যবস্থায় নয়া প্রস্তাব কেন্দ্রীয় বাজেটে

নয়াদিল্লি: বিরোধীদের হট্টগোলের মধ্যে দিয়েই শুরু হল মোদি সরকারের শেষ বাজেট৷ বাজেট পড়তে শুরু করলেন রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷ তুমুল বিতর্ক উপেক্ষা করেই ইংরেজিতে বক্তব্য রাখতে শুরু করেছেন গোয়েল৷ এদিন বাজেট পেশন করে অস্থায়ী অর্থমন্ত্রী জানান, এক পদ এক পেনশনে ব্যবস্থায় নয়া পদক্ষেপ প্রস্তাব কেন্দ্রীয় বাজেটে৷ এই প্রকল্পে ইতিমধ্যেই ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷ একই সঙ্গে প্রতিরক্ষা খাতে বরাদ্দা বেশ খানিকটা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি৷

অন্যদিকে, কর্মসংস্থান প্রসঙ্গেও বেশ কিছু প্রস্তাবের কথা জানান অস্থায়ী অর্থমন্ত্রী৷ এদিন তিনি জানান, গ্রাচুইটির সীমা বাড়াবো হবে৷ গ্রাচুইটির সীমা বেড়ে ৩০ লক্ষ করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ একই সঙ্গে PF-এর ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর কথা জানানো হয়েছে৷ কোনও শ্রমিকের মৃত্যু হলে পিএফের টাকা দ্বিগুন করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এমনকী, ESI-র উর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ হাজার থেকে ৩১ হাজার টাকা করা হয়েছে৷ একই সঙ্গে বোনাস পাওয়ার ক্ষেত্রেও উর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একই সঙ্গে আশা-কর্মী, বিড়ি শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য বাজেট ৫০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানান গোয়েল৷

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য নতুন পেনশন যোজনার ঘোষণা হল ২০১৯ অন্তর্বর্তী বাজেটে। নতুন এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন৷ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ৬০ বছরের পর থেকে মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন। তার জন্য মাসে ১০০ টাকা করে জমা করতে হবে। তবে যাদের আয় ১৫ হাজার টাকার মধ্যে তাঁরাই এই যোজনার আওতায় পড়বেন।

এগিন বলেন, ‘‘দেশের প্রতিটি কোনে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি৷ বিদ্যুৎ, জল ও বাড়ি তৈরির জন্য আমরা উদ্যোগী ভূমিকা নিয়েছি৷ আগামী ২০২২ সালের মধ্যে সবার জন্য ঘরে আমরা তুলে দিতে পারব৷’’ প্রায় সাড়ে পাঁচ লক্ষ গ্রামে স্বচ্ছভারত প্রকল্প পৌঁছে গিয়ে বলেও জানান তিনি৷

বলেন, ‘‘কৃষকের সফলের দাম ৫০ শতাংশ বাড়ানো হয়েছে৷ বেড়েছে ফসলের সহায়ক মূল৷’’ এদিন তিনি বলেন, ‘‘কৃষকদের চাহিদা মেটাতে পেরেছে সরকার৷ তাঁদের আয় দ্বিগুন করার লক্ষ্যে আমরা কাজ করছি৷’’ কৃষকদের আয় বাড়াতে দুহেক্টর কম জমি আছে এমন কৃষকদের ৬ হাজার টাকা দেওয়ার কথাও জানান তিনি৷ এই খাতে ১২ হাজার কোটি টাকা খবর হবে বলেও জানান৷ সারাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেও জানান তিনি৷ এছাড়াও ‘‘গো-মাতার সুরক্ষার জন্য কেন্দ্র যা যা করার তাই তাই করবে৷’’ বলেন অস্থায়ী অর্থমন্ত্রী৷  গো-মাতার উন্নয়নকল্পে নয়া প্রকল্পের ঘোষণা করেন তিনি৷ কামধনু আয়োগ প্রকল্প চালু করার কথাও জানা তিনি৷

বলেন, ‘‘বিশ্বের সব থেকে দ্রুত গতিতে ছুটছে ভারত৷ কমেছে মূল্যবৃদ্ধি৷’’ আর্থিক বৃদ্ধির হার বেড়েছে বলেও জানা তিনি৷ মূল্যবৃদ্ধির হার ৫ শতাংশের নীচে নিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি৷ অনাদায়ী ঋণ ৩ হাজার কোটি টাকা ভারতে এসে বলেও জানান তিনি৷

লোকসভা নির্বাচনের মাত্র দু’মাস আগে আজ মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে৷ কতটা থাকবে চমক? রীতি অনুযায়ী সরকারের সর্বশেষ বাজেটে কোনও বড়সড় ঘোষণা হয় না৷ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়৷ আগামী তিনমাসের আয়ব্যয়ের বরাদ্দ করা হয়৷ সাম্প্রতিক একের পর এক রাজ্যে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে৷ উপনির্বাচনেও বিজেপি পরাজিত হয়েছে৷ মধ্যবিত্ত, গ্রামীণ ভারত এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের শ্রেণির একাংশও ক্ষুব্ধ৷ ফলে, আজ বাজেটে এই তিন শ্রেণিকে সন্তুষ্ট করতে শেষ চেষ্টা শুরু করলেন রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷ বিশেষ করে কৃষক প্যাকেজ ও ছোট ব্যবসায়ীদের জন্য কিছু সুরাহার সন্ধান দেওয়া হবে বলে জল্পনা চলছে৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ৷ তাই বাজেট পেশ করবেন রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 7 =