#Budget2019: আজ পূর্ণাঙ্গ না অন্তর্বর্তী বাজেট? বিভ্রান্তি

নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে আজ যে বাজেট পেশ করতে চলেছেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল, তা ঠিক কী তা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছে৷ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক বুধবার তাদের হোয়াটসঅ্যাপ মেসেজে এই বাজেটকে অন্তর্বর্তী না বলে সাধারণ বাজেট হিসেব উল্লেখ করতে বলায় বিভ্রান্তি আরও বেড়েছে৷ আবার অর্থমন্ত্রক বলেছে, এটা অন্তর্বর্তী বাজেট৷ স্পিকার সুমিত্রা মহাজনের ডাকা সর্বদলীয় বৈঠকে

04aec5bf2d0a11bd867f158a1dda2e7d

#Budget2019: আজ পূর্ণাঙ্গ না অন্তর্বর্তী বাজেট? বিভ্রান্তি

নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে আজ যে বাজেট পেশ করতে চলেছেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল, তা ঠিক কী তা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছে৷ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক বুধবার তাদের হোয়াটসঅ্যাপ মেসেজে এই বাজেটকে অন্তর্বর্তী না বলে সাধারণ বাজেট হিসেব উল্লেখ করতে বলায় বিভ্রান্তি আরও বেড়েছে৷ আবার অর্থমন্ত্রক বলেছে, এটা অন্তর্বর্তী বাজেট৷

স্পিকার সুমিত্রা মহাজনের ডাকা সর্বদলীয় বৈঠকে গোয়েল বলেছেন, বাজেট তো বাজেটই৷ তাঁর এই মন্তব্যের পরই বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকার্জন খাড়গে জানিয়ে দিয়েছেন, তাঁরা সংসদে এর বিরোধিতা করবেন৷ মে মাসে বর্তমান সরকারের মেয়াদ ফুরোচ্ছে৷ তার আগে একমাত্র ভোট অন অ্যাকাউন্টই পেশ করতে পারে সরকার৷ যদি পূর্ণাঙ্গ বাজেট হয়, তবে তার বিরোধিতা করা হবে৷ সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, রাফাল, নাগরিকত্ব সংশোধনী বিল অযোধ্যা থেকে শুরু করে কর্মসংস্থানের তথ্যগোপন, সবকিছু নিয়েই তাঁরা আলোচনা চান৷ সংসদের এই অধিবেশন বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণে শুরু হয়ে শেষ হবে ১৩ ফেব্রুয়ারি৷ সোকসভা ভোটের আগে কেন্দ্র জনমোহিনী কী কী ঘোষণা করে, সেদিকে তাকিয়ে সব মহলই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *