#Budget2019: কেন্দ্রীয় প্রতিরক্ষায় বরাদ্দ বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাত্র দু’মাস আগে আজ মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে৷ কতটা থাকবে চমক? রীতি অনুযায়ী সরকারের সর্বশেষ বাজেটে কোনও বড়সড় ঘোষণা হয় না৷ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়৷ আগামী তিনমাসের আয়ব্যয়ের বরাদ্দ করা হয়৷ সাম্প্রতিক একের পর এক রাজ্যে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে৷ উপনির্বাচনেও বিজেপি পরাজিত হয়েছে৷ মধ্যবিত্ত, গ্রামীণ ভারত এবং ক্ষুদ্র ও

#Budget2019: কেন্দ্রীয় প্রতিরক্ষায় বরাদ্দ বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাত্র দু’মাস আগে আজ মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে৷ কতটা থাকবে চমক? রীতি অনুযায়ী সরকারের সর্বশেষ বাজেটে কোনও বড়সড় ঘোষণা হয় না৷ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়৷ আগামী তিনমাসের আয়ব্যয়ের বরাদ্দ করা হয়৷ সাম্প্রতিক একের পর এক রাজ্যে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে৷ উপনির্বাচনেও বিজেপি পরাজিত হয়েছে৷

মধ্যবিত্ত, গ্রামীণ ভারত এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের শ্রেণির একাংশও ক্ষুব্ধ৷ ফলে, আজ বাজেটে এই তিন শ্রেণিকে সন্তুষ্ট করতে শেষ৷ একটা চেষ্টা থাকবে রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েলের ঝুলিতে৷ বিশেষ করে কৃষক প্যাকেজ ও ছোট ব্যবসায়ীদের জন্য কিছু সুরাহার সন্ধান দেওয়া হবে বলে জল্পনা চলছে৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ৷ তাই বাজেট পেশ করবেন রেলমন্ত্রী ও অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল৷

আজ বাজেট পেশের ঠিক আগের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ৬টি উচ্চমানের ও আধুনিক সাবমেরিন তৈরি করার জন্যে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করল৷ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্যে স্ট্রাটেজিক পার্টনারশিপ মডেলের অধীনে এই পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =