বাজেট অধিবেশন: সংসদে কোন ইস্যু তুলতে চলেছে তৃণমূল?

নয়াদিল্লি: বাংলায় সন্ত্রাসের রাজনীতি করছে বিজেপি৷ বাংলাকে টার্গেট করেছে মোদি সরকার৷ তাই প্রতিহিংসার রাজনীতি করছে৷ সিবিআইকে দিয়ে ভয় দেখাচ্ছে৷ এই অভিযোগ সামনে রেখে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনে সরব হবে তৃণমূল৷ সিবিআই, আরবিআই সহ দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকেও মোদি সরকার নষ্ট করতে চাইছে বলে টিএমসির অভিযোগ৷ বিষয়গুলি নিয়ে

বাজেট অধিবেশন: সংসদে কোন ইস্যু তুলতে চলেছে তৃণমূল?

নয়াদিল্লি: বাংলায় সন্ত্রাসের রাজনীতি করছে বিজেপি৷ বাংলাকে টার্গেট করেছে মোদি সরকার৷ তাই প্রতিহিংসার রাজনীতি করছে৷ সিবিআইকে দিয়ে ভয় দেখাচ্ছে৷ এই অভিযোগ সামনে রেখে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনে সরব হবে তৃণমূল৷

সিবিআই, আরবিআই সহ দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকেও মোদি সরকার নষ্ট করতে চাইছে বলে টিএমসির অভিযোগ৷ বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনার দাবিও করলেন তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের ডাকা সর্বদলীয় বৈঠকে এদিন উপস্থিত ছিলেন সুদীপবাবু৷ সেখানেই কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সামনে তিনি কেন্দ্রের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, বাংলার শান্তি নষ্ট করতে চাইছে বিজেপি৷ গোলমাল পাকাতে উসকানি দিচ্ছে৷ সন্ত্রাসের রাজনীতি করছে৷ বৈঠকে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে৷ আর সেটি সহ্য করতে না পেরে বিজেপি সভাপতি অমিত শাহই হোক বা সরকার, বাংলাকে টার্গেট করেছে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =