#Budget2022: দেশজুড়ে খুলছে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’, বাজেটে মানসিক স্বাস্থ্য জোর

#Budget2022: দেশজুড়ে খুলছে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’, বাজেটে মানসিক স্বাস্থ্য জোর

06d8f56b7c88211b8dc16e5bc890f245

নয়াদিল্লি: বিগত ২ বছর ধরে কোভিড পরিস্থিতির মধ্যে রয়েছে বিশ্ব তথা দেশবাসী। স্বাস্থ্য নিয়ে চিন্তার সঙ্গে সঙ্গে সকলের মানসিক স্বাস্থ্যেও প্রবল চাপ পড়েছে। আজকের বাজেটে এই মানসিক স্বাস্থ্যের দিকেই বেশি জোর দেওয়া হল। এই ২ বছরে লকডাউন থেকে শুরু করে চাকরি চলে যাওয়া, অক্সিজেনের অভাবে মৃত্যু থেকে অর্থসঙ্কট, সব নিয়ে মানসিকভাবে কার্যত বিপর্যস্ত মানুষ। তাই সকলের ‘মেন্টাল হেলথের’ দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাজেটে ঘোষণা করা হয়েছে, দেশজুড়ে খুলবে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’।

আরও পড়ুন- #Budget2022: নজরে PM গতিশক্তি, ৪০০টি অত্যাধুনিক বন্দে ভারত ট্রেনের পরিকল্পনা

আজ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, সকলের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়ে দেশজুড়ে ২৩ টি ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’ খোলা হবে। এর ফলে শুধু মাত্র ফোন করে মানসিক যে কোনও সমস্যার সমাধান করতে পারেন যে কেউ। সব সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া মানসিক জটিলতা অনেকেই কারোর সম্মুখে ব্যক্ত করতে চান না, দ্বিধাবোধ করেন। তাই ফোনের মাধ্যমে তা করলে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। প্রত্যেক জেলায় জেলায় এই সেন্টার খোলা হবে এবং অডিও বা ভিডিও কলের মাধ্যমেই যে কেউ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন এবং কাউন্সিলিং করতে পারবেন বলেই জানিয়েছেন নির্মলা সীতারমণ। পাশাপাশি তিনি আরও জানিয়েছন, জাতীয় মেন্টাল হেলথ প্রোগ্রারামের আওতায় আনা হবে এটিকে।

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চার নম্বর বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আজ পেপারলেস বাজেট পেশ করেছেন তিনি। এদিন বাজেট বক্তব্যের শুরুতেই তিনি তাদের কষ্টের কথা বলেন যারা করোনা পরিস্থিতির জন্য সমস্যার মধ্যে পড়েছেন। সেই প্রেক্ষিতে স্বাস্থ্য তথা মানসিক স্বাস্থ্য নিয়ে কেন্দ্রের এই ঘোষণা অবশ্যই তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *