বাজেটের আগে অর্থমন্ত্রীকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি

দিল্লি: শুভ কাজ শুরুর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা…

দিল্লি: শুভ কাজ শুরুর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর আগে দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে।

সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করা হয়। সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে বেরিয়ে নর্থ ব্লকে পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেন বাজেটের কপি। দহি চিনি খেয়ে, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অর্থমন্ত্রী ফিরে আসেন মন্ত্রকে। সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন নির্মলা সীতারমণ। বহিখাতার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে ছিল লাল রঙের ট্যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সিলমোহর মেলার পর লোকসভায় বাজেট পেশ। তারপর সাংবাদিক বৈঠক।